পেইচিং শহরের পুরাকীর্তি ব্যুরোর একটি খবরে বলা হয়েছে , ২০০০ সাল থেকে পেইচিংয়ের পুরাকীর্তি বিভাগ পুরনো মন্দিরগুলো মেরামতের কাজ শুরু করেছে । প্রতি বছর ত্রিশাধিক মন্দির মেরামত করা হয় , ২০০৮ সালের অলিম্পিক গেম্স পর্যন্ত পেইচিংয়ের মোট দু শ'রও বেশি মন্দির মেরামত করা হবে ।
পেইচিংয়ের ইতিহাস তিন হাজার বছরেরও দীর্ঘ । চীনের শহরগুলোর মধ্যে পেইচিংয়ের মন্দিরের সংখ্যা সবচেয়ে বেশী । মন্দিরগুলো মেরামতের জন্য সরকার মোট ৯০ কোটি ইউয়ান বরাদ্দ করেছে ।
|