তাইওয়ান প্রণালীর দুই তীরের প্রত্যক্ষমালবাহী ফ্লাইট চালু হবে । প্রথম মালবাহী বিমান ১৯ জুলাই শাংহাইয়ের উদ্দেশ্যে তাইপেই থেকে রওয়ানা হবে ।
এর আগে তাইওয়ানের বিমানে মাল পরিবহনের জন্য প্রথমে হংকংয়ে পাঠানো হতো । তার পর মূলভূভাগ বা হংকং বিমান চলাচল কোম্পানির ফ্লাইটের মাধ্যমে তা শাংহাইয়ে পাঠানো হতো । বিশ্লেষকরা মনে করেন যে , দুই তীরের সরাসরি মালবাহী ফ্লাইট চালু হওয়ায় মাল পরিবহনের সময় ও খরচ কমাবে । এটা দুই তীরের আর্থ-বাণিজ্যিক আদান প্রদান ত্বরান্বিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে ।
এবারকার দুই তীরের মাল পরিবহনের জন্য মোট ৫টি সরাসরি ফ্লাইট চালু করা হবে । প্রত্যেক ফ্লাইটের সময় ৩ ঘন্টা । তাইওয়ানের 'চুংহুয়া বিমান কোম্পানি' এবারকার প্রথম সরাসরি মালবাহী ফ্লাইটের কর্তব্য বহন করবে । ফ্লাইটটি ১৯ জুলাই রাত ১০টায় তাইপে থেকে ছাড়বে এবং ২০ জুলাই ভোরে শাংহাইয়ের ফু তুং আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবে ।
|