গত কয়েক বছরে চীন সরকার তিব্বতের যোগ্য কর্মী প্রশিক্ষণের কাজ জোরদার করেছে । ১৭ জুলাই তিব্বত ও সি ছুয়ান বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে তিব্বতের প্রথম গণ ব্যবস্থাপনা -- এম পি এ ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠান লাসায় আয়োজন করা হয়েছে । এই ক্লাসের শিক্ষার্থীদের বেশির ভাগই তিব্বতের শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রধান , ব্যবস্থাপনাকারী আর বিভিন্ন স্তরের ক্যাডার । তিব্বতের বিভিন্ন জায়গা থেকে আসা ১৪০জন ছাত্র এম বি এ পড়েছেন , তাদের মধ্যে দশজন এম বি এ ডিগ্রি পেয়েছেন ।
১৯৯৯ সাল থেকে তিব্বতে ছাত্রছাত্রীদের এম বি এ শিক্ষা শুরু হয়। এখন পর্যন্ত মোট তিন শ' তিব্বতী ছাত্রছাত্রী এম বি এ পড়েছেন । তা ছাড়া তিব্বতসহ চীনের বিভিন্ন প্রদেশের বিশ্ববিদ্যালয়ে ক্যাডার প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে । পরিকল্পনা অনুসারে এই সব কেন্দ্র পরবর্তী পাঁচ বছরে তিব্বতের জন্য দু হাজারজন ক্যাডার প্রশিক্ষণ দেবে ।
|