৪৭তম আন্তর্জাতিক গণিতবিদ্যা অলিম্পিক প্রতিযোগিতা ১৭ জুলাই স্লোভিনিয়ার রাজধানী লুইবলজানায় শেষ হয়েছে। চীন দলের ছয়জন অংশগ্রহণকারীর সকলেই শীরোপা অর্জন করেছেন। এর পাশা পাশি চীন দলগতভাবে প্রথম হয়েছে। রাশিয়া ও দক্ষিণ কোরিয়া দ্বিতীয় ও তৃতীয় হয়েছে।
৯০টি দেশ ও অঞ্চলের ৪৯৮জন ছাত্রছাত্রী এবারকার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। চীনের হংকং, ম্যাকাও ও তাইওয়ানের ছাত্রছাত্রীরাও এবারকার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। চীনের হংকং দল একটি স্বর্ণপদক, তিনটি রৌপ্যপদক এবং দুটি ব্রঞ্জপদক অর্জন করেছে। চীনের ম্যাকাও দল দুটি ব্রঞ্জপদক অর্জন করেছে। চীনের তাইওয়ান দল একটি স্বর্ণপদক এবং পাঁচটি রৌপ্যপদক অর্জন করেছে।
|