চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ১৭ জুলাই সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাক এবং ইতালির প্রধানমন্ত্রী রোমানো প্রোতির সঙ্গে পৃথক পৃথকভাবে সাক্ষাত্ করেছেন। এর পাশা পাশি তিনি পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গেও সাক্ষাত্ করেছেন।
হু চিন থাও পুতিনের সঙ্গে সাক্ষাত্কালে দ্বিপাক্ষিক সম্পর্ককে গুরুত্ব সহকারে মূল্যায়ন করেছেন। তিনি বলেছেন, দু'দেশ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যায় কৌশলগত সহযোগিতা জোরদার করবে। তিনি আশা করেন, দু'দেশ শক্তি সম্পদ ক্ষেত্রের সহযোগিতা আরো গভীর করবে এবং গুরুত্বপূর্ণ প্রকল্পের সহযোগিতা বাস্তবায়ন করবে।
হু চিন থাও শিরাকের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, দু'দেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা কার্যকর সহযোগিতা করার জন্য চালিয়েছে। তিনি আশা করেন, দু'দেশ বিমান ও সহাকাশ ক্ষেত্রের সহযোগিতা জোরদার করবে, যাতে সহযোগিতা প্রকল্পের নির্মাণ কাজ যথাশীঘ্রই চালু হতে পারে।
প্রোতির সঙ্গে সাক্ষাত্কালে হু চিন থাও বলেছেন, চীন ও ইতালির সম্পর্ক অনেক গভীর এবং তা সুষ্ঠুভাবে চলছে। দু'দেশ সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। তিনি আরো বলেছেন, দু'দেশের আন্তর্জাতিক ব্যাপারে পরামর্শ ও সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করা উচিত।
একইদিনে পুতিন ও সিংয়ের সঙ্গে সাক্ষাত্কালে হু চিন থাও বলেছেন, তিন দেশ আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং পৃথক পৃথকভাবে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তুলেছে। তিনটি দেশের উচিত এসব অনুকূল শর্ত পুরোপুরি ব্যবহার করা ফলে তিন পক্ষের কৌশলগত সহযোগিতা আরো গভীর করবে।
|