১৮ জুলাই ভোরবেলায় ইস্রাইলের প্রতিরক্ষা বাহিনী গাজার উত্তরাঞ্চল থেকে তার সেনাবাহিনীকে ফিরিয়ে এনেছে ।
প্রতক্ষ্যদর্শী বলেছেন, দশটিরও বেশি ইস্রাইলের ট্যাংক বিমানের আশ্রয়ে গাজার উত্তরাঞ্চলের বেইট হানুন জেলা থেকে প্রত্যাহার করে ইস্রাইলের সীমান্ত এলাকায় মোতায়েন করেছে ।
ইস্রাইলী বাহিনীর একজন নারী মুখপাত্র একইদিনে ইস্রাইলী বাহিনীর প্রত্যাহারের খবর জানিয়েছেন । কিন্তু তিনি বলেছেন, এবারকার সামরিক অভিযান এখনো শেষ হয় নি, ইস্রাইলী বাহিনী গাজার উত্তরাঞ্চলে আবার ফিরে যাওয়ার সম্ভবনাও আছে ।
|