v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-07-17 18:37:06    
জি-৮ শীর্ষ সম্মেলনে শক্তিসম্পদের নিরাপত্তাসহ বিশ্বের তপ্ত সমস্যার উপর দৃষ্টি রাখা হয়েছে

cri
    রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত জি-৮ শীর্ষ সম্মেলনে ১৬ জুলাই কার্যকর ব্যবস্থা নিয়ে বিশ্বের শক্তিসম্পদের নিরাপত্তা সুনিশ্চিত করা, শিক্ষার গুনমান উন্নত করা এবং সংক্রামক রোগের প্রতিরোধ জোরদার করার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা চালানোর প্রস্তাব দেয়া হয়েছে। সম্মেলনে এ তিন'টি প্রধান আলোচ্যবিষয় নিয়ে তিনটি যৌথ বিবৃতি গ্রহণ করা হয়েছে।

    শক্তিসম্পদের নিরাপত্তা ক্ষেত্রে বিবৃতিতে শক্তিসম্পদউত্পাদনকারী দেশগুলো, পরিবাহক দেশগুলো এবং পণ্যভোগী দেশগুলোর মধ্যে অংশীদারি সম্পর্ক স্থাপন করা এবং ব্যবস্থা নিয়ে বিশ্বের শক্তিসম্পদ বাজারের স্বচ্ছতা ও স্থিতিশীলতা সুনিশ্চিত করার আহবান জানানো হয়েছে। শিক্ষা ক্ষেত্রে বিবৃতিতে বিভিন্ন দেশের উদ্দেশ্যে উচ্চ গুণমান-সম্পন্ন বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করার ক্ষেত্রে সহযোগিতা চালানোর প্রস্তাব দেয়া হয়েছে, যাতে উন্নয়নমুখী দেশগুলো, বিশেষ করে পশ্চাত্পদ দেশগুলোর শিক্ষা উন্নয়নে সাহায্য দেয়া যায়। বিবৃতিতে বিভিন্ন দেশের উদ্দেশ্যে সংক্রামক রোগের বিশ্ব প্রতিরোধ ব্যবস্থা পূর্ণাঙ্গ করা, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা এবং কার্যকর পরিকল্পনা প্রণয়ন করে প্রাকৃতিক দুর্যোগের পর সংক্রামক রোগের প্রকোপ এড়ানোর আহ্বান জানানো হয়েছে।

    একইদিন অনুষ্ঠিত সম্মেলনে জি-৮ নেতারা সন্ত্রাস দমন, পরমাণু অস্ত্রের অবিস্তার, দুর্নীতি দমন, মেধাস্বত্বের সংরক্ষণ, আফ্রিকান সমস্যা প্রভৃতি সমস্যা নিয়ে সংশ্লিষ্ট দলিলপত্র গ্রহন করেছেন। সম্মেলনে দোহা রাউণ্ড আলোচনার বিভিন্ন পক্ষের উদ্দেশ্যে অচলাবস্থা ভেঙ্গে দেয়া এবং এক মাসের মধ্যে কৃষি ও শিল্প পণ্যদ্রব্যের শুল্ক সম্পর্কিত আলোচনায় মতৈকে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে।

    তা ছাড়া, জি-৮ নেতারা উত্তর কোরিয়া সমস্যা সম্পর্কিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গৃহীত প্রস্তাব সমর্থন করেন এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে দিন দিন মারাত্মক হয়ে ওঠা সশস্ত্র সংঘর্ষের উপর নিবিড় দৃষ্টি রাখছেন। তাঁরা সংশ্লিষ্ট পক্ষের উদ্দেশ্যে সংঘর্ষ বন্ধ করার তাগিদ দিয়েছেন।