কোটেডিভরের পশ্চিম অঞ্চলের গণ মিলিশিয়া সংগঠনের একজন মুখপাত্র১৬ জুলাই সাংবাদিকদের বলেছেন , তারা ইতোমধ্যে সরকারের কাছে নিরস্ত্রীকরণের পূর্বশর্ত পেশ করেছে ।
এই সব পূর্বশর্তগুলোর মধ্যে আছে গণমিলিশিয়াদের জন্য প্রয়োজনীয় আর্থিক ক্ষতিপূরণ দেয়া , নিরস্ত্রীকরণের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত নিশ্চয়তা দেয়া , গণমিলিশিয়া বাহিনীর সদস্য ও তাদের পরিবার-পরিজনদের নিরাপত্তা নিশ্চিত করা ইত্যাদি । এই সব শর্ত যদি পূরণ না হয় , তাহলে পশ্চিমাঞ্চলের গণ মিলিশিয়া সংগঠন সরকারের পেশ করা নিরস্ত্রীকরণ পরিকল্পনা প্রত্যাখ্যান করবে ।
১ জুলাই কোটেডিভরের সরকারী বাহিনী ও বিরোধী দলের সশস্ত্র শক্তির প্রতিনিধি রাজধানী ইয়ামোসুক্রোতে বৈঠক করেছেন এবং ৮ জুলাই থেকে পশ্চিমাঞ্চলের গণ মিলিশিয়া সংগঠনের নিরস্ত্রীকরণ পরিকল্পনা বাস্তবায়ন করতে একমত হয়েছে । কিন্তু পশ্চিমাঞ্চলের গণ মিলিশিয়া সংগঠন সরকার আর্থিক ক্ষতিপূরণ দেবে না বলে নিরস্ত্রীকরণ পরিকল্পনা প্রত্যাখ্যান করে ।
|