 উন্মুক্ত সাংস্কৃতিক তত্পরতা সমাপ্ত
১৬ জুলাই সন্ধ্যায় পেইচিং ২০০৮ অলিম্পিকের চতুর্থ সংস্কৃতি উত্সবের উন্মুক্ত সাংস্কৃতিক তত্পরতার সমাপনী অনুষ্ঠান মহাসমারোহে পেইচিং আন্তর্জাতিক ভাস্কর্য পার্কে অনুষ্ঠিত হয়েছে। এই তত্পরতায় শানশি প্রদেশের লোক শিল্পী দলের নাচগান বিশেষভাবে উল্লেখযোগ্য এবং বৈচিত্র্যময় ছিল । তাদের এক বিরাট নাচগানের অনুষ্ঠানের নাম: '২০০৮ সালে স্বপ্নের রূপায়ন'। একই সঙ্গে অনুষ্ঠিত এক লণ্ঠন প্রদর্শনীর নাম :'ঝকঝকে অলিম্পক গেমস'। তাতে ৩০১টি রঙবেরঙের লণ্ঠন দেখানো হয়েছে।


উন্মুক্ত সংস্কৃতি তত্পরতা হলো পেইচিং ২০০৮ অলিম্পিক সংস্কৃতি উত্সবের একটি অংশ। এই তত্পরতা চলাকালে শিল্পীরা প্রতি সপ্তাহের শনি ও রবিবার পেইচিংয়ের ৫টি পার্কে বিনা খরচে জনসাধারণের জন্য চমত্কার অনুষ্ঠান পরিবেশন করে অলিম্পিকের মর্ম এবং জাতীয় বৈশিষ্ট্যসম্পন্ন সংস্কৃতি প্রচার করেছেন।

|