সম্প্রতি চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান চিয়া ছিং লিন উত্তর- চীনের অন্তর্মঙ্গোলীয় স্বায়ত্তশাসিত অঞ্চল পরিদর্শনের সময় জোর দিয়ে বলেছেন , সংখ্যালঘু জাতি অধ্যুষিত অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন আরো ত্বরান্বিত হওয়া উচিত । চেয়ারম্যান চিয়া ছিং লিন অন্তর্মঙ্গোলীয় স্বায়ত্তশাসিত অঞ্চলের মঙ্গোলীয় জাতি ও এউয়েন্ক জাতির পশুপালক পরিবার ও শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করে উল্লেখ করেছেন , সংখ্যালঘু জাতি অধ্যুষিত অঞ্চলকে নিজ অঞ্চলের বৈশিষ্ট্যসম্পন্ন শিল্প প্রসার করা উচিত । এই সব অঞ্চলের সীমান্ত স্থলবন্দর বেশি বলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তেল , কাঠ , অলৌহজাত ধাতু , কৃষি ও পশুপালন ইত্যাদি ক্ষেত্রের সহযোগিতা জোরদার করা উচিত এবং সংখ্যালঘু জাতির অধিবাসীদের জন্য বাস্তব স্বার্থ অর্জনের ব্যবস্থা নেয়া হবে ।
চিয়া ছিং লিন বিভিন্ন স্তরের রাজনৈতিক পরামর্শ সংস্থার প্রতি সংখ্যালঘু জাতি অধুষিত অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিতর করার জন্য চেষ্টা করা আর স্থানীয় অধিবাসীর জীবনের অসুবিধা দূর করার আহ্বান জানিয়েছেন ।
|