v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-07-17 16:22:28    
১০---১৭ জুলাই,২০০৬

cri
হু চিন থাও সেন্ট পিটার্সবুর্গে গিয়ে জি-৮ ও উন্নয়নমুখী দেশের সংলাপ সম্মেলনে অংশ নেবেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ১৬ জুলাই সকালে রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের উদ্দেশে পেইচিং ত্যাগ করেছেন। সেখানে তার ৮-রাষ্ট্র গোষ্ঠী ও উন্নয়নমুখী দেশের নেতাদের সংলাপ সম্মেলনে অংশ নেয়ার কথা।

সম্মেলনে হু চিন থাও বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে চীনের মৌলিক মতাধিষ্ঠান ব্যাখ্যা করবেন। তিনি শক্তিসম্পদের নিরাপত্তা, সংক্রামক রোগের নিবারণ ও প্রতিরোধ, শিক্ষা, আফ্রিকার উন্নয়ন এবং বাণিজ্য ইত্যাদি বিষয়ে চীনের মতাধিষ্ঠান ব্যাখ্যা করবেন।

১৬ জুলাই আয়োজিত চীন, ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো ও কঙ্গো এ ছয়টি উন্নয়নমুখী দেশের নেতাদের সম্মেলনে হু চিন থাওয়ের অংশ নেয়ার কথা। সম্মেলনে তিনি দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদার করা এবং আন্তর্জাতিক উন্নয়নে চীনের সংশ্লিষ্ট মতাধিষ্ঠান জানাবেন। তাছাড়া, তিনি চীন, ভারত রাশিয়া তিনটি দেশের নেতাদের বৈঠকে অংশ নেবেন এবং মার্কিন প্রেসিডেন্ট বুশ-সহ বিভিন্ন দেশের নেতাদের দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন।

চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ১৪ জুলাই পেইচিংয়ে সফররত শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রী মংগলা সামারাভীরার সঙ্গে সাক্ষত করেছেন । উভয় পক্ষ সৌহার্দ্যপূর্ণ আলাপ -আলোচনা করেছে ।

১৫ জুলাই চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও সিং ও শ্রীলংকার পরাষ্ট্রমন্ত্রী মানগালা সামারাভিরা পেইচিংয়ে একটি যুক্ত সংবাদ - বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যাপারাদিতে চীন ও শ্রীলংকার ব্যাপক অভিন্ন স্বার্থ আছে , এই সব ব্যাপারে দুটি দেশ নিজের মতাধিষ্ঠান সমন্বয় করবে এবং মতবিনিময় করবে ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে , দুটি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর ৪৯ বছরে দ্বিপাক্ষিক সম্পর্ক সুষ্ঠভাবে বিকশিত হয়ে চলেছে । দুদেশের মধ্যে রাজনৈতিক আস্থা ক্রমেই বাড়ছে , আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ফলপ্রসূ হয়েছে । ২০০৭ সাল হবে চীন ও শ্রীলংকার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী । দুদেশের সরকার ২০০৭ সালকে চীন-শ্রীলংকা মৈত্রী বর্ষ নির্ধারণ করেছে । দু পক্ষ সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থী শক্তির বিরোধিতা করে ।

শ্রীলংকা পুনরায় ঘোষণা করে , পৃথিবীতে একটিমাত্র চীন আছে , তাইওয়ান চীনের ভূভাগের একটি অবিচ্ছেদ অংশ , শ্রীলংকা তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করে ।

"চীন-রাশিয়া সুপ্রতিবেশীমূলক বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি" স্বাক্ষরের ৫মবার্ষিকী উদয়াপন

চীন ও রাশিয়ার বিভিন্ন মহলের ব্যক্তিরা ১৪ জুলাই পেইচিংয়ে মিলিতভাবে "চীন-রাশিয়া সুপ্রতিবেশীমূলক বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তির" স্বাক্ষরের ৫ম বার্ষিকী উদয়াপন করেছেন।

২০০১ সালের ১৬ জুলাই চীন ও রাশিয়ার নেতারা মস্কোতে "চীন-রাশিয়া সুপ্রতিবেশীমূলক বন্ধুত্বপূর্ণ চুক্তি" স্বাক্ষর করে। নিরপেক্ষ, বিরোধী মুক্ত, তৃতীয় দেশের প্রতি বিরোধিতা না করার ভিত্তিতে দু'দেশের স্থায়ী সুপ্রতিবেশীমূলক ও বন্ধুত্বপূর্ণ এবং পারস্পরিক কল্যাণের সহযোগিতার সম্পর্ক উন্নয়ন করার নীতি এবং "প্রতি প্রজন্মে বন্ধুত্ব, শত্রু মনে না করার" শান্তিপূর্ণ মনোভাব স্থায়ীভাবে নির্ধারিত হয়েছে।

চীনের জনগণের বৈদেশিক মৈত্রী সমিতির প্রধান চেন হাওসু এক ভাষণে বলেছেন, চুক্তিতে সার্বিকভাবে দু'দেশের নেতাদের চীন-রাশিয়া মৈত্রী উন্নয়নের দৃঢ় মনোবল প্রকাশিত হয়েছে। ৫ বছরে দু'পক্ষের যৌথ প্রয়াসে, চীন-রাশিয়া সম্পর্ক সার্বিক, গভীর ও দ্রুত উন্নীতে হয়েছে।

চীনে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই রাজোভ বলেছেন, এ চুক্তি অব্যাহতভাবে দু'পক্ষের সম্পর্ক উন্নয়নের ওপর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, দু'দেশের জনগণের ব্যাপক স্বার্থ অর্জিত হচ্ছে, এবং রাশিয়া ও চীনের বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্যে আরো বেশি অবদান রাখার অনুকূল।

ই ইউ সংসদের স্পীকার: চীন ও ইউরোপের উচিত আরো ঘনিষ্ঠ সহযোগিতার সম্পর্ক স্থাপন করা

শাংহাইয়ে সফররত ইউরোপীয় সংসদের স্পীকার জোসেপ বোরেল ফোন্তেল্লেস ১৪ জুলাই বলেছেন, চীন এবং ইউরোপ উভয়েই অনেক অভিন্ন সমস্যার সম্মুখীন। এসব সমস্যা মোকাবেলার জন্যে চীন ও ইউরোপের উচিত আন্তর্জাতিক মঞ্চে আরো ঘনিষ্ঠ সহযোগিতার সম্পর্ক স্থাপন করা।

১৩ বছরের মধ্যে প্রথম চীন সফরকারী ইউরোপীয় সংসদের স্পীকার হিসেবে বোরেল মনে করেন, গত সিকি শতাব্দীতে চীনের অর্থনীতির বৃদ্ধির গতি ১০ শতাংশেরও বেশী বজায় রেখেছে। ২৫ কোটি লোক দারিদ্র্যমুক্ত হয়েছে। তা খুবই চমত্কার সাফল্য।

বোরেল বলেছেন, বয়োবৃদ্ধি সমস্যা হচ্ছে চীন ও ইউরোপের সম্মুখীন কঠিন চ্যালেঞ্জ। তাই তিনি এই প্রস্তাব দিয়েছেন যে, চীন ও ইউরোপের অর্থনীতি ও সামাজিক নিশ্চয়তা নীতি উভয়েই ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা উচিত। সঙ্গে সঙ্গে বোরেল বলেছেন, চীন ও ইউরোপের আরেকটি সহযোগিতা ক্ষেত্র হচ্ছে আঞ্চলিক ও সামাজিক উন্নয়নের সাম্যহীতনা অতিক্রম করা। তা ছাড়া, বোরেল মনে করেন, চীন ও ইউরোপের উচিত শক্তিসম্পদ ও পরিবেশ ক্ষেত্রে আরো ঘনিষ্ঠ সহযোগিতা চালানো।

উইম্বলডনের নারী দ্বৈতে চীন চ্যাম্পিয়ন

স্থানীয় সময় ৯ জুলাই ব্রিটেনের উইম্বলডন ওপেনের নারীদের দ্বৈতে চীনা ক্রীড়াবিদ চেং চিয়ে আর ইয়ান চি চ্যাম্পিয়ন হয়েছেন। এটা চীনাক্রীড়াবিদদের প্রথম উইম্বলডন চ্যাম্পিয়নশীপ। অস্ট্রেলিয়া ওপেনের পর এটি তাঁদের দ্বিতীয় গ্রান্ড স্লাম শিরোপা জয়।

চারটি টেনিস গ্রান্ড স্লামের অন্যতম উইম্বলডন ওপেন হচ্ছে বিশ্ব সবচেয়ে ঐতিহ্যিক এবং প্রভাবশলী একটি প্রতিযোগিতা। প্রতিযোগিতার পর আন্তর্জাতিক তথ্য মাধ্যম ব্যাপকভাবে মনে করে, চীনা ক্রীড়াবিদরা এ বছরে পেশাগত টেনিস প্রতিযোগিতায় উত্কৃষ্ট সাফল্য দৌখয়েছেন, যা থেকে প্রমানিত হয়, চীনা নারীদের টেনিসের মান বিশ্বের এক নম্বর অবস্থানে উন্নীত হয়েছে।

লিউ সিয়াং পুরুষ ১১০মিটার হার্ডলাস নতুন বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছেন

১১ জুলাই চীনা খেলোয়াড় লিউ সিয়াং ২০০৬ সালের লোসান আন্তর্জাতিক ট্র্যাক অ্যান্ড ফিল্ড গ্রাঁ পিতে ১২ দশমিক ৮৮ সময় নিয়ে পুরুষদের ১১০মিটার হার্ডলাস চ্যাম্পিয়ন হয়েছেন, এবং ১৩ বছরের আগে ব্রিটেনের বিশ্ববিখ্যাত্ খেলোয়াড় কলিন জ্যাকসনের ১২ দশমিক ৯১ সেকেন্ডের বিশ্ব রেকর্ড ভেঙ্গে দিয়েছেন।

তথ্য মাধ্যম প্রকাশ করেছে যে, লিউ সিয়াং অ্যাথেন্স অলিম্পিক গেমসে চ্যাম্পিয়ন হওয়ার পর আবার বিশ্বকে বিস্মিত করছেন।

ভারতের পররাষ্ট্র সচিব শ্যাম সারান ১৪ জুলাই নয়া দিল্লীতে ঘোষণা করেছেন যে, ভারত ২১ জুলাই নয়া দিল্লীতে অনুষ্ঠিতব্য ভারত-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক স্থগিত করেছে।

তিনি বলেছেন, সহযোগিতা একপক্ষীয় বিষয় নয়। ভারত-পাকিস্তান শান্তিপূর্ণ প্রক্রিয়া কখনও বন্ধ হয় নি। কিন্তু তিনি ভারত-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আবার শুরু হওয়ার সময় প্রকাশ করেন নি।

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ভারতের মুম্বাইয়ে সংঘটিত বিস্ফোরণ ঘটনার সঙ্গে পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ করেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলাম ১৪ জুলাই মনমোহন সিংয়ের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং পাকিস্তান-ভারত দু'দেশের শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন।

আসলাম আরো বলেন, পাকিস্তান বরাবরই সন্ত্রাস দমনে প্রথম সারিতে দাঁড়িয়ে আছে। প্রেসিডেন্ট পার্ভেজ মুশাররফ ও প্রধানমন্ত্রী শওকত আজিজ-সহ পাকিস্তানের বিভিন্ন মহল মুম্বাইয়ের এই সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা করেন।

১১ জুলাই সন্ধ্যায় মুম্বাই'র পশ্চিম রেলপথে পরপর ৭টি বোমা বিস্ফোরণ ঘটে । ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় ১২ জুলাই বলেছে , ধারাবাহিক বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৮৩জন নিহত এবং ৭১৪জন আহত হয়েছে ।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ১৩ জুলাই যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানীর গত জুন মাসে ইরানের পরমাণু সমস্যা সমাধানের জন্যে উপস্থাপিত প্রস্তাবের বিষয়বস্তু প্রকাশ করেছে।

প্রস্তাবে ইরানকে "পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি" অনুযায়ী বেসামরিক পরমাণু শক্তি উন্নয়নের অধিকার এবং আন্তর্জাতিক সহযোগিতার উপায়ে ইরানে লাইট ওয়াটার পারমাণবিক রি অ্যাক্টর নির্মাণ সমর্থন করা, রাশিয়ার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কারখানা থেকে নিয়মিত ইরানকে জ্বালানি সরবরাহ করার কথা বলা হয়েছে। প্রস্তাবে ইরানে মার্কিন ও ই ইউ'র বেসামরিক বিমান ব্যবস্থা ও তথ্য সাজসরনজাম রফতানি নিষিদ্ধ করা এবং ইরানকে বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেয়া সমর্থন করা সহ এক ধারবাহিক উত্সাহিত ব্যবস্থা উপস্থাপমূলক হয়েছে।

প্রস্তাবে ইরানের প্রতি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সার্বিক সহযোগিতা চালানো, সব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা বন্ধ করা এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তদন্ত গ্রহণ করা ও "পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির" আনুসংগিক প্রস্তাব আবার কার্যকর করার আহ্বান জানানো হয়েছে।

১৫ জুলাই ইরানের সাংবাদিকদের দেওয়া একটি সাক্ষাত্কারে ইরানের সবোর্চ্চ রাস্ট্রীয় নিরাপত্তা কমিশনের উপ মহা সচিব আদুলরেজা ফাজলি বলেছেন, ইরানের শীর্ষ নেতারা স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছেন যে ছ'দেশীয় প্রস্তাবে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার যে দাবি জানানো হয়েছে ইরান তাকে গ্রহণ করতে অস্বীকার করে।

বার্ড ফ্লু প্রতিরোধ ক্ষেত্রে বিভিন্ন দেশের মূল্যায়ন সম্পর্কেজাতিসংঘের কর্মকর্তা

জাতিসংঘের বার্ড ফ্লু সমস্যা বিষয়ক উর্ধ্বতন সমন্বয়কারী ডেভিড নাবারো ১০ জুলাই জেনিভায় বলেছেন, বিগত ছয় মাসে চীনসহ বেশ কিছু দেশের বার্ড ফ্লুর প্রতিরোধ কাজে লক্ষণীয় অগ্রগতি অর্জিত হয়েছে।

  জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে বার্ড ফ্লু সমস্যা সংক্রান্ত অধিবেশনের পর নাবারো বলেছেন, চলতি বছরের প্রথম দিক থেকে বার্ড ফ্লু বিশ্ব জুড়ে দ্রুত সম্প্রসারিত হয়েছে, প্রকোপ আক্রান্ত দেশের সংখ্যা ত্রিশাধিক। বার্ড ফ্লুর প্রতিরোধ করা খুব কঠিন।

  তিনি উল্লেখ করেছেন, বার্ড ফ্লু প্রতিরোধ ক্ষেত্রে বহু দেশে গুরুতর সমস্যা বিদ্যমান আছে। কিন্তু এতে অল্প কিছু দেশ সাফল্য অর্জন করেছে। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুটি দেশ হচ্ছে ভিয়েতনাম আর থাইল্যান্ড। চীন , তুরস্ক এবং মিশর প্রভৃতি দেশও মোটামোটি ভালো করেছে।

ইতালি জার্মানী বিশ্বকাপে চ্যাম্পিয়ন

পেইচিং সময় ১০ জুলাই ভোরে মাসব্যাপী জার্মানী বিশ্বকাপ বার্লিন অলিম্পিক গেমস স্টেডিয়ামে সমাপ্ত হয়েছে। ফাইনালে ১২০ মিনিটের মধ্যে ইতালি ১:১ গোলে ফ্রান্সের সঙ্গে ড্র করেছে, সর্বশেষে টাই ব্রেকারে ইতালি ফ্রান্সকে ৫:ত গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

আগামী বিশ্বকাপ ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে, এটা আফ্রিকায় প্রথম বিশ্বকাপ অনুষ্ঠান।