১৬ জুলাই শেকড়ের সন্ধানে সংক্রান্ত ভ্রমণে বেড়িয়ে পরা বিশ্বের বিভিন্ন স্থানের চার হাজার প্রবাসী চীনা যুবক পেইচিংয়ে পৌঁছেছেন।
জানা গেছে, এবারকার পেইচিংয়ে পৌঁছানো প্রবাসী চীনা যুবকরা বিশ্বের ৪০টি দেশ থেকে এসেছেন। এটি হচ্ছে পেইচিংয়ের বৃহতম বিদেশী গ্রীষ্মকালীণ ক্যাম্পের দল। পেইচিংয়ে তাঁরা রাজপ্রাসাদ, স্বর্গীয় মন্দির ,সামার প্যালেস ইত্যাদি বিখ্যাত স্থান পরিদর্শন করবেন। তাছাড়া তাঁরা চীনের তরুণ-তরুণীদের সঙ্গে মত বিনিময়ও করবেন।
গ্রীষ্মকালীন কাম্প অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী চীনা যুবকরা চীনে শেকড়ের সন্ধা করবেন এবং পর্যটক হিসেবে এখানে আসা হচ্ছে চীন সরকারের বিদেশীদের চীনা ভাষা শিক্ষায় সমর্থনের একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। এবারকার কার্যক্রম চলতি মাসের ২০ তারিখে শেষ হবে।
|