১৬ জুলাই চীনের প্রেসিডেন্ট হু চিনথাও সেন্ট. পিটারবার্গে উন্নয়নমুখী দেশের নেতাদের সম্মেলনে অংশগ্রহণ করার সময় বলেছেন, আন্তর্জাতিক সমাজের আফ্রিকার স্থিতিশীলতা ও উন্নয়নে আরো বেশি গুরত্ব দেয়া উচিত এবং উন্নয়নমুখী দেশগুলো আফ্রিকার উন্নয়নে অবদান রাখতে পারে ।
তিনি বলেছেন, আফ্রিকা হচ্ছে উন্নয়নমুখী দেশগুলো জমে থাকার প্রধান মহাদেশ এবং শান্তি ও উন্নয়ন বাস্তাবায়নের প্রধান শক্তি । আফ্রিকার স্থিতিশীলতা বাস্তব না হলে বিশ্বের শান্তি থাকবে না, আফ্রিকার উন্নয়ন না হলে বিশ্বের সমৃদ্ধিও থাকবে না ।
তিনি আরো বলেছেন, এ বছর হচ্ছে নয়া চীন আর আফ্রিকান দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার ৫০তম বার্ষিকী । নভেম্বর মাসে চীন -আফ্রিকা সহযোগিতা শীর্ষ ফোরাম পেইচিংয়ে অনুষ্ঠিত হবে । তিনি বলেছেন, চীন আফ্রিকান দেশগুলোর সঙ্গে প্রচেষ্টা চালিয়ে এবারকার সম্মেলনকে একটি ঐক্য ও বাস্তব সম্মেলন আয়োজন করবে ।
|