১৬ জুলাই রাতে ইস্রাইলের জঙ্গি বিমান ও যুদ্ধ জাহাজগুলো অব্যাহতভাবে লেবাননের দক্ষিণ,মধ্য আর পূর্বাঞ্চলের ওপর তুমুল বোমা হামলা চালিয়েছে ।
একইদিন রাতে ইস্রাইলের বিমান লেবাননের দক্ষিণাঞ্চলের বন্দর শহর সৌরের কাছাকাছি এলাকার ওপর বিমান হামলা চালিয়েছে । ইস্রাইলী বাহিনীর যুদ্ধ জাহাজ লেবাননের দক্ষিণাঞ্চলের বৃহত্ শহর সিদনের একটি বিদ্যুত্ স্টেশন ধ্বংস্ত করেছে । ইস্রাইলী জঙ্গি বিমান লেবাননের পূর্বাঞ্চল আর সিরিয়ার সীমান্ত এলাকা বেকা ভেলির ওপর কয়েকবারের বিমান হামলা চালিয়েছে । তাছাড়া , ইস্রাইলী জঙ্গি বিমান একইদিন রাতে পরপর বৈরুত আন্তর্জাতিক বিমান বন্দরের জ্বালানী ঘাঁটির ওপর বোমা নিক্ষেপ করেছে । কাতারের আল জাজিরা টেলিভিশনের খবরে জানা গেছে, লেবানন ও ইস্রাইলের মধ্যে ব্যাপক সামরিক সংঘর্ষ ঘটার পর , ইস্রাইলী জঙ্গি বিমান লেবাননের ওপর ১৩০০শ বারেরও বেশি বিমান হামলা চালিয়েছে ।
অন্য আর এক খবর জানা গেছে, ইস্রাইলী বাহিনীর বিমান হামলা ও বোমা বিস্ফোরণে ১২১জন লেবাননী নিহত হয়েছে এবং ৪০০জনেরও বেশি আহত হয়েছে ।
|