v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-07-17 09:51:20    
চীনা শিশুদের " ভাল শিক্ষক ভাল বন্ধু"

cri
    আপনারা মাঝে মাঝে কৌতূহল শিশুদের নাগাল পেয়ে কিনা? তারা সবসময় জিজ্ঞাস করে , অনেক সময় আপনার উত্তর দেয়ার কোনো উপায় নেই। সাধারণত চীনা বাবা-মার এই ধরণের " ঝামেলা " বেশী হয়। শিশুদের অসংখ্য প্রশ্ন " কেন" বাবা-মাও তেমন ভালভাবে উত্তর দিতে পারেন না। কিন্তু একটি " চীনা শিশুদের বিশ্ব কোষ" নামক বই এখন সব বাবা-মার মুখে মুখে। এই বই প্রকাশ করায় এটা শিশুদের অনেক প্রিয় এবং চীনা শিশুদের " ভাল শিক্ষক ভাল বন্ধু" হয়েছে ।

    " এথেন্স অলিম্পিক গেম্সে চীনের অবস্থান কত তম ? " সংবাদদাতা ওয়াং ইয়ুহান ছাত্র ইয়াং সিওমিংকে প্রশ্নে করেন

    উত্তর : " দ্বিতীয়" শ্রোতাবন্ধুরা, আপনারা এই মাত্র শুনছেন যে পেইচিং ছাওইয়াং উপজেলার একটি স্কুলে অনুষ্ঠিত ক্লাস সভার অনুষ্ঠান। ক্লাস সভার বিষয় না না ধরনের আছে, অলিম্পিক বিজ্ঞানগুলো ছাড়াও আরো প্রবন্ধ, নাচ ও চীনা চা সংস্কৃতি ইত্যাদি।

    এবারকার ক্লাস সভায় সবাই জানেন যে সুথুং ছাত্রীর অনুষ্ঠান সবচেয়ে বৈশিষ্ট সম্পন্ন । সে বলেছে যে সে সব " চীনা শিশুদের বিশ্ব কোষ" থেকে শিখে নিজের তৈরি করেছে।

    " আমরা এই অনুষ্ঠান আয়োজন করার আগে, প্রথম বিশ্ব কোষের মধ্যে অনেক সংশ্লিষ্ট বিষয় খুঁজে পেয়েছি, যেমন মানুষের স্কিন শুধু একবার ইমার্জেন্সি মাস্ক করে ও বেশি সুন্দর হবে না, তা বিশ্ব কোষের ভেতর থেকে জেনেছি ।"

    ছাত্রী সুথুংয়ের ভাষায় "বিশ্ব কোষ" , তা চীনের প্রথমটি ছবি সমৃদ্ধ এবং চীনের প্রথমটি অরিজিনাল শিশু বিশ্ব কোষ--"চীনা শিশুদের বিশ্ব কোষ"

    এই সেট "চীনা শিশুদের বিশ্ব কোষ" -এ প্রকৃতি, বৈজ্ঞানিক প্রযুক্তি ও সমাজ তিনটি ভাগ আছে। এর বিষয় প্রচুর , সংশ্লিষ্ট মহাশূন্য জ্যোতির্বিদ্যা, জীবানু বিশ্ব, সড়ক পরিকল্পনা, মানবদেহ চিকিত্সা, সংস্কৃতি ক্রীড়া, মানবজাতি ও ইতিহাস সহ বহু বিষয় ও ক্ষেত্রের ওপর এই বিজ্ঞানকোষ। কিন্তু শিশুদের কাছে আকর্ষণীয় ব্যাপার এই যে, এই বই-এর ভেতরে সুন্দর ছবি ও প্রানবন্ত ভাষা ব্যবহার করা হয়েছে , যা বহু নীরস ব্যক্তিকেও রসপুর্ণ করে তুলেছে। যেমন এই বই-এর লেখক পদার্থবিদায় " শক্তি" সম্পর্কের ব্যাখ্যা করার সময়ে বলেছেন, এতে মানব জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এইভাবে শিশুরা জটিল বৈজ্ঞানিক তত্ত্ব দ্রুত বুঝতে পারে আর জিবনের অন্য অবস্থা ও ব্যাখ্যা করতে পারে।

    " চীনা শিশুদের বিশ্ব কোষের" দায়িত্বশীল ব্যক্তি চাও সিউছিন বলেছেন, এই বই লেখার সময় প্রধান বিষয় হিসেবে সুন্দর সুন্দর ছবি ও লেখা নিয়ে সংশ্লিষ্ট জ্ঞান কোষ গঠিত হয়েছে, যা খুব সহজে বোঝার জন্যে সাহায্য করে।

    তিনি আরো বলেছেন, শিশুদের ভাল লাগে কিনা আমরা এই বিষয় নিয়ে নানা ধরণের নমুনা তৈরী করেছি এবং বিশেষ করে স্কুল গিয়ে শিশুদের কাছে তাদের কেমন লাগে? জানতে চেয়েছি।

    " শিশুরা এই ধরণের ছবি পছন্দ করে যে, মাঝখানে একটি বড় ছবি, তারপর চারদিকে কিছু কিছু ছোট ছবি থাকে, আরো কিছু কার্টুন ছবিও থাকে । এগুলো সব শিশুদের মজা লাগে। আমরা তাদের মতামত অনুযায়ী এই বইটি তৈরী করি, তারা যে কয়টি ছবি পছন্দ করে আমরা তা বইটির ভেতরে ব্যবহার করি।"

    জানা গেছে, " চীনা শিশুদের বিশ্ব কোষ" প্রকাশ করার পর, প্রায়৩০ লাখ কপি বিক্রির হয়েছে। উল্লেখ্য, এই বইটির ভেতরে শিশুরা বেশী আনন্দ খুঁজে পেয়েছে। পেইচিংয়ের একটি স্কুলের ছাত্রী বলেছে :

    " এ বইটি আমাকে অনেক সাহায্য করেছে। একবার, আমি বাবা মা'র বন্ধুদের সাথে চীনের জাদুঘর গিয়েছিলাম। ওখানে অনেক জিনিস দেখেছি, তারা সবাই এসব জিনিস সম্পর্কে জানে না, আমি তাদের কাছে সব ব্যখ্যা করেছি, তারা আমার প্রশংসা করে, আমার অনেক আনন্দ লাগে। এখন আমি এ বইটি দেখতে বেশী পছন্দ করি ।"

    এ বইটি শিশুদের জনপ্রিয় বলেই চীনের বিভিন্ন স্থানীয় স্কুলে এ বইটির সংশ্লিষ্ট বিষয় নিয়ে না না ধরণের কর্মকান্ড চলছে। যেমন, এ বইটির বিষয় সময় মত প্রচার করা , মত বিনিময় সম্মেলন আয়োজন করা ইত্যাদি । চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি স্কুলে ছাত্রছাত্রীরা " আমার বিশ্ব কোষ বিজ্ঞান প্রতিযোগিতার" কাজ শুরু করেছে।

    বাবা-মারা বলেছেন, বর্তমান চীনের বাজারে শিশুদের এই বইটি দিন দিন জনপ্রিয় হচ্ছে , কিন্তু শিশুদের সত্যিকারভাবে ভাল লাগে এটা আসলে কম। তাঁরা আশা করেন ভবিষ্যতে " চীনা শিশুদের বিশ্ব কোষ" এই ধরণের বইটির মতো শিশুদের জীবনে বেশী গুরুত্ব ভূমিকা পালন করবে।