সেন্টপেটারবোর্গে জি ৮ গোষ্ঠির শীর্ষ সম্মেলনে অংশ গ্রহণকারী বিভিন্ন দেশের নেতারা সম্প্রতি লেবানন-ইসরাইল সামরিক সংঘর্ষের অবনতি সম্বন্ধে পর পর ভাষণ দিয়ে এ ব্যাপারে নিজ নিজ দেশের অবস্থান ব্যাখ্যা করেছেন।
১৫ জুলাই সন্ধ্যায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই সংঘর্ষের প্রতি দু:খ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, যধাসাধ্য প্রচেষ্টা এবং শান্তিপূর্ণ পদ্ধতিতে এই সংঘর্ষের সমাধান করা উচিত। তিনি জোর দিয়ে বলেছেন, রাশিয়া সমস্ত সন্ত্রাসবাদী আচরণের নিন্দা করে। ফ্রান্সের প্রেসিডেন্ট শিরাক ১৬ জুলাই সংঘর্ষের সঙ্গে জড়িত বিভিন্ন পক্ষের উদ্দেশ্যে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন। একই দিন মার্কিন প্রেসিডেন্ট জজ বুশ বলেছেন, ইসরাইলের মধ্য প্রাচ্য অঞ্চলে নিজের নিরাপত্তা রক্ষার অধিকার আছে , কিন্তু তিনি ইসরাইলের উদ্দেশ্যে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
|