|
|
(GMT+08:00)
2006-07-16 19:29:15
|
ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা বন্ধের দাবি নাকচ করেছে
cri
১৫ জুলাই ইরানের সাংবাদিকদের দেওয়া একটি সাক্ষাত্কারে ইরানের সবোর্চ্চ রাস্ট্রীয় নিরাপত্তা কমিশনের উপ মহা সচিব আদুলরেজা ফাজলি বলেছেন, ইরানের শীর্ষ নেতারা স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছেন যে ছ'দেশীয় প্রস্তাবে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার যে দাবি জানানো হয়েছে ইরান তাকে গ্রহণ করতে অস্বীকার করে। তিনি বলেছেন, ছ'দেশীয় প্রস্তাবে দু'টো পূর্বশর্ত উত্থাপিত হয়েছে । একটি হল ইরানকে পারমাণু তত্পরতা বন্ধ করার দাবি জানানো হয়েছে , আরেকটি হল ইরানকে আন্তর্জাতিক আণবিক শক্তি পরিষদের উত্থাপিত প্রশ্নের উত্তর দেওয়ার দাবি জানানো হয়েছে। কিন্তু ইরানের শীর্ষ নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়েছেন যে ইরান এ দুটো পূর্বশর্ত গ্রহণ করবে না। কিন্তু ইরানের এ সব শীর্ষ নেতা কে এ সম্বন্ধেতাঁর সাক্ষাত্কারে কিছু উল্লেখ করা হয়নি।
|
|
|