|
বিলিসের আঘাতে দক্ষিণ চীনে মারাত্মক বন্যা দেখা দিয়েছে
cri
|
১৫ জুলাই চীনের রাষ্ট্রীয় বন্যা ও খরা প্রতিরোধ কার্যালয়ের প্রকাশিত একটি খবরে বলা হয়েছে, চলতির বছরের চতুর্থ গ্রীষ্মমন্ডলীয় ঝড়বৃষ্টির আঘাতে চীনের ফুচিয়েন, কুওয়াংতং , হুনান এবং চেচিয়াং প্রদেশের কোনো কোনো এলাকা বন্যাকবলিত হওয়ায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একটি পরিসংখ্যাণ অনুযায়ী, বিলিস গ্রীষ্মমন্ডলীয় ঝড়বৃষ্টির আঘাতে উপরোল্লেখিত কয়েকটি প্রদেশে মোট ২০ লক্ষেরও বেশী লোক বন্যাকবলিত হয়েছে। ৭৫ হাজার একর জমি পানিতে ডুবে গেছে। এখন পযর্ন্ত ৩২ জন লোক প্রাণ হারিয়েছে এবং ৫০ জনেরও বেশী নিখোঁজ হয়েছে।
|
|