শাংহাইয়ে সফররত ইউরোপীয় সংসদের স্পীকার জোসেপ বোরেল ফোন্তেল্লেস ১৪ জুলাই বলেছেন, চীন এবং ইউরোপ উভয়েই অনেক অভিন্ন সমস্যার সম্মুখীন। এসব সমস্যা মোকাবেলার জন্যে চীন ও ইউরোপের উচিত আন্তর্জাতিক মঞ্চে আরো ঘনিষ্ঠ সহযোগিতার সম্পর্ক স্থাপন করা।
১৩ বছরের মধ্যে প্রথম চীন সফরকারী ইউরোপীয় সংসদের স্পীকার হিসেবে বোরেল মনে করেন, গত সিকি শতাব্দীতে চীনের অর্থনীতির বৃদ্ধির গতি ১০ শতাংশেরও বেশী বজায় রেখেছে। ২৫ কোটি লোক দারিদ্র্যমুক্ত হয়েছে। তা খুবই চমত্কার সাফল্য।
বোরেল বলেছেন, বয়োবৃদ্ধি সমস্যা হচ্ছে চীন ও ইউরোপের সম্মুখীন কঠিন চ্যালেঞ্জ। তাই তিনি এই প্রস্তাব দিয়েছেন যে, চীন ও ইউরোপের অর্থনীতি ও সামাজিক নিশ্চয়তা নীতি উভয়েই ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা উচিত। সঙ্গে সঙ্গে বোরেল বলেছেন, চীন ও ইউরোপের আরেকটি সহযোগিতা ক্ষেত্র হচ্ছে আঞ্চলিক ও সামাজিক উন্নয়নের সাম্যহীতনা অতিক্রম করা। তা ছাড়া, বোরেল মনে করেন, চীন ও ইউরোপের উচিত শক্তিসম্পদ ও পরিবেশ ক্ষেত্রে আরো ঘনিষ্ঠ সহযোগিতা চালানো।
|