মধ্যপ্রাচ্যের পরিস্থিতির অবনতির কারণে তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের তেলের দাম ১৩ জুলাই ব্যারেল প্রতি ৭০ ডলার ছাড়িয়েছে ।
১৪ জুলাই ওপেক ঘোষণা করেছে , ১৩ জুলাই ওপেকের ১১টি বাজারের তেলের গড়পড়তা দাম ব্যারেল প্রতি ৭০.৩৮ ডলারে দাঁড়িয়েছে , এটা ১২ জুলাইয়ের চেয়ে ১.৭২ ডলার বেশি ।
১৪ জুলাই ওপেকের একটি প্রেসবিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক বাজারে তেলের দামের দ্রুত বাড়ার জন্য উদ্বেগ প্রকাশ করা হয়েছে । তবে বিজ্ঞপ্তিতেবলা হয়েছে , তেলের বাজারে চাহিদা ও সরবরাহের মধ্যে এখনও ভারসাম্য বজায় রয়েছে । তেলের দাম একটি উপযুক্ত মানে বজায় রাখার জন্য ওপেক যথাসাধ্য প্রচেষ্টা চালাবে । বিজ্ঞপ্তিতে তেল- উত্পাদনকারী ও ব্যবহারকারী দেশগুলোকেওপেককে সমর্থন করার আহ্বান জানানো হয়েছে ।
|