চীনের জাতীয় গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন রাজনৈতিক পরামর্শ, গণতান্ত্রিক তত্ত্বাবধান, রাজনীতিতে অংশগ্রহণ ও পর্যালোচনা করার গুরুত্বপূর্ণ কর্তব্য পালন করে। এটা হচ্ছে চীন সরকার ব্যাপকভাবে জনগণের মতামত এবং জ্ঞান সংগ্রহের এক গুরুত্বপূর্ণ পদ্ধতি। সম্প্রতি পেইচিংয়ে গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের স্ট্যান্ডিং কমিটির প্রায় ৩০০ জন সদস্য সমাজতান্ত্রিক নতুন গ্রামীণ বিনির্মান সম্পর্কে সক্রিয়ভাবে মতামত ও প্রস্তাব করেছেন।
গত বছরে চীন সমাজতান্ত্রীক নতুন গ্রামীণ বিনির্মান সংক্রান্ত গুরুত্বপূর্ণ কর্তব্য উত্থাপন করেছে। এর লক্ষ্য হচ্ছে "উত্পাদনের বিকাশ, জীবন সমৃদ্ধ, গ্রামে স্বচ্ছল প্রথা , গ্রামাঞ্চল পরিষ্কার-পরিচ্ছন্ন, গণতান্ত্রিক প্রশাসন"। এতে নতুন পরিস্থিতিতে গ্রামের অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি ও সমাজ উন্নয়নের উপর চীন সরকারের দাবি সার্বিকভাবে প্রতিফলিত হয়েছে। সম্প্রতি চীনের দশম গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের স্ট্যান্ডিং কমিটি আয়োজিত অধিবেশনে এই সংস্থার সদস্যরা সমাজতান্ত্রীক নতুন গ্রামীণ বিনির্মান প্রসঙ্গে প্রস্তাব দিয়েছেন।
চীনের উপ-প্রধানমন্ত্রী হুই লিয়াং ইয়ু সদস্যদের অবস্থা ব্যাখ্যা করার সময় বলেছেন, নতুন গ্রামীণ বিনির্মান কর্তব্য উত্থাপনের নয় মাসে কেন্দ্রীয় সরকার কতগুলো গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিয়েছে, নতুন গ্রামীণ বিনির্মানের শুরুটা খুব ভালো হয়েচে এবং সুষ্ঠুভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেছেন, "চলতি বছরে চীন সরকার স্পষ্টভাবে কৃষি কর, পশুপালন শিল্পের কর এবং বিশেষ কৃষিজাত দ্রব্যের কর বাতিল করেছে, খাদ্যশস্যের সরাসরি ভর্তুকি, শ্রেষ্ঠ বীজের ভর্তুকি এবং কৃষি যন্ত্রপাতির ভর্তুকি বাড়িয়েছে, কৃষির ক্ষেত্রে দেয়া বরাদ্দ বাড়িয়েছে। গ্রামের বাধ্যতামূলক শিক্ষা , নতুন ধরনের সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থা , কৃষক শ্রমিকদের স্বার্থের সুরক্ষা সংক্রান্ত নীতি আরো জোরদার করা হয়েছে।"
সরকারের এই ব্যবস্থাগুলো গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বহু সদস্যের ইচিবাচক প্রশংসা পেয়েছে। বড় কৃষি প্রদেশ সিছুয়ান থেকে আসা সদস্য উ চাং দে সম্প্রতি গ্রামে তদন্ত ও গবেষণার অবস্থা অবহিত করেছেন। তিনি বলেছেন, অর্ধেক বছর প্রয়াসের পর সিছুয়ান প্রদেশের কৃষকরা সমাজতান্ত্রিক নতুন গ্রামের নতুন রূপ বাস্তবভাবে উপভোগ করেছেন। তবে তদন্তে তিনি নতুন গ্রামীণ বিনির্মানে কিছু সমস্যা আবিষ্কার করেছেন, যা জরুরী সমাধান করা দরকার। এই সম্বন্ধে তিনি বলেছেন, "দেশের টাকা-পয়সা কৃষকদের সবচেয়ে ঘনিষ্ট বিষয়ে ব্যয় করা উচিত। আমরা বিভিন্ন অঞ্চলে বেশ কিছু কৃষকদের কাছে একই প্রশ্ন করেছি, তা হচ্ছে আপনাদের সবচেয়ে জরুরী চাহিদা কি? তাঁরা একবাক্যে উত্তর দিলেন, প্রথমে রাস্তা নির্মান, তারপর জলসেচ প্রতিষ্ঠা। আমি মনে করি, দেশের বুনিয়াদী ব্যবস্থার ওপর বরাদ্দ দেয়ার সময় কৃষকদের সদিচ্ছাকে সম্মান করা উচিত, যাতে তাঁদের জীবনযাপন ও উত্পাদনের সুষ্ঠু শর্ত সরবরাহ করা যায়। "
জানা গেছে, বর্তমানে চীন সরকার প্রথমে কৃষকদের চলাচল এবং পানীয় পানি প্রভৃতি বাস্তব সমস্যা সমাধানের উপর গুরুত্ব দিয়েছে। পাঁচ বছর ধরে মোটামুটি প্রতি গ্রামে সড়ক পথ নির্মান এবং ১০ কোটি গ্রামীন লোকদের নিরাপদ পানি সমস্যা সমাধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি বছরের লক্ষ্য হচ্ছে ২ কোটি লোকদের পানির সমস্যার নিষ্পত্তি করা।
গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের অনেক সদস্য মনে করেন, নতুন গ্রামীন বিনির্মানের সাফল্য মূল্যায়ন করতে চাইলে কেবল গ্রামের রাস্তা, কৃষকদের বাড়িঘর এবং গ্রামের চেহারার পরিবর্তন দেখলে হবে না। তা ছাড়া কৃষির উত্পাদনের উন্নয়নের মাত্রা, কৃষকদের আয় বৃদ্ধির হার এবং গোটা গ্রামের সামাজিক উন্নয়নের অবস্থার দিকও দেখতে হবে। সুতরাং সরকারের আধুনিক কৃষি নির্মান আরো জোরদার করা উচিত, আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি কাজে লাগিয়ে কৃষির নবায়ন করা উচিত।
চীন সরকার কৃষি উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা উপলব্ধি করেছে। কিছু দিন আগে চীন সরকার কৃষি প্রযুক্তির সম্প্রসারণ ব্যবস্থা প্রতিষ্ঠাবিষয়ক বিশেষ অধিবেশনের আয়োজন করেছে। সম্মেলনে উল্লেখ করা হয়েছে, কৃষি প্রযুক্তির সম্প্রসারণ সংস্থা সংস্কার করতে হবে। এই রকম সংস্থা সমাজের কল্যাণমূলক কর্তব্য বহন করবে। সামাজিক কৃষি প্রযুক্তি পরিসেবা সংস্থা বিকশিত হবে। কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ব্যবস্থাকে আরো বেশি সমর্থন দেয়া হবে। সমাজ কল্যাণমূলক কর্তব্যের প্রয়োজনীয় অর্থের সবরারহও নিশ্চিত হবে।
নতুন গ্রামীন বিনির্মাণ হচ্ছে একটি ধারাবাহিক প্রকল্প। গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কৃষকদের আয় বাড়ানোর সঙ্গে সঙ্গে গ্রামের সংস্কৃতির বিকাশ এবং সমৃদ্ধ হতে হবে। কৃষকদের বহু পর্যায়ের মানসিক সাংস্কৃতিক চাহিদা মেটাবে। চিয়াংসু প্রদেশের সদস্য চু ইয়োং সিন গ্রামের গণ সাংস্কৃতিক পরিসেবা ব্যবস্থা প্রতিষ্ঠা প্রসঙ্গে প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, "গ্রামে সংস্কৃতি কেন্দ্র, লাইব্রেরী নির্মাণ করা উচিত, তার মাধ্যমে কৃষকদের মানসিক জীবন সমৃদ্ধ হবে। সুস্থ ও জনপ্রিয় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা উচিত, এ ধরনের আঞ্চলিক বৈশিষ্ট্যসম্পন্ন সাংস্কৃতিক তত্পরতা কৃষকদের কাছে গ্রহণযোগ্য হবে। "
|