যুক্তরাষ্ট্র , অস্ট্রেলিয়া , নেদারল্যান্ডস্ , জাপান আর চীনের হংকং ও তাইওয়ানের কিশোর-কিশোরীরা ১৪ জুলাই পেইচিংয়ের মুথিয়ানইয়্যু মহাপ্রাচীরের উপরে উঠে দেশী-বিদেশী কিশোর-কিশোরীদের গ্রীষ্মকালিন শিবির কার্যক্রমের সূচনা করেছে ।
পেইচিং অলিম্পিক গেমস উপলক্ষে আয়োজিত এই গ্রীষ্মকালীন শিবিরে বিভিন্ন দেশের কিশোর-কিশোরীরা যার যার দেশের বৈশিষ্ট্যসম্পন্ন নাচ গান পরিবেশন করেছে । তারা চীনের সংস্কৃতির আকর্ষণীয় শক্তি অনুভব করার পাশাপাশি ২০০৮ সালে পেইচিং অলিম্পিক গেমসের জন্য প্রীতিকর সম্ভাষণও নিয়ে এসেছে ।
এই গ্রীষ্মকালীণ শিবিরে বিভিন্ন দেশের কিশোর-কিশোরীরা অলিম্পক মনোবলের উদ্দীপনাময় মৈত্রী সেতু স্থাপন করবে ।
|