চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ১৪ জুলাই পেইচিংয়ে সফররত শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রী মংগলা সামারাভীরার সঙ্গে সাক্ষত করেছেন । উভয় পক্ষ সৌহার্দ্যপূর্ণ আলাপ -আলোচনা করেছে ।
ওয়েন চিয়া পাও আনন্দের সঙ্গে গত বছর তার শ্রীলংকা সফর সম্পর্কে স্মরণ করেছেন । সফরে দু'দেশের মধ্যে আন্তরিকতাপূর্ণ পারস্পরিক সাহায্যকারী আর বংশপরম্পরায় সৌহার্দ্যপূর্ণ , সার্বিক সহযোগিতা অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তোলা হয়েছে । এ থেকে প্রতিয়মানন হচ্ছে যে , দু'দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন উন্নয়নের পর্যায়ে প্রবেশ করেছে ।
সামারাভীরা প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও'র সঙ্গে সাক্ষাত করে দীর্ঘকাল ধরে শ্রীলংকার প্রতি চীনের সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন ।
চীনের পররাষ্ট্র মন্ত্রী লি চাও সিং-এর আমন্ত্রণে সামারাভীরা গত ১২ জুলাই পেইচিং পৌঁছে চীনে সফর শুরু করেছেন ।
|