১৪ জুলাই পেইচিংয়ে চীনের দশাধিক সরকারী বিভাগ যৌথভাবে"শত দিনব্যাপী নকল পণ্যের জালিয়াতী দমন অভিযান " শুরু করেছে। আগামীকাল থেকে এক শ দিনের মধ্যে যাবতীয় বেআইনী অডিও,ভিডিও এবং কম্পিউটার সফটওয়্যার উত্পাদন, সঞ্চয় , বিক্রি করা শিল্পপ্রতিষ্ঠান এবং ব্যক্তি সবই তাদের অভিযানের লক্ষ্য হবে।
জানা গেছে, নকল পণ্য বিদ্যমান চীনের নবায়ন আর উদ্ভাবনের সামর্থ্য এবং সংস্কৃতি শিল্পের বিকাশ ক্ষতিগ্রস্ত করেছে। চীনের বিভিন্ন শ্রেণী ও সরকারী বিভাগ বহুবার নির্মূল অভিযান চালিয়েছে এবং ফলপ্রসূ হয়েছে। এবারকার দেশব্যাপী আঘাত হানা অভিযানটিতে চীন সরকারের মেধাস্বত্ব সংরক্ষণের দৃঢ়প্রতিজ্ঞা এবং সামর্থ্য প্রতিফলিত হয়েছে।
|