১৫ জুলাই ১৯২৭ অস্ট্রিয়ায় দেশব্যাপী হাংগামা সংঘটিত হয়
১৯২৭ সালের ১৫ জুলাই সন্ধ্যায় অস্ট্রিয়ার জেনিভা একটি রণক্ষেত্রে পরিণত হয় । বিচার ভবন আগুনে ভস্মীভূত হয়ে যায়। বন্দুকের আওয়াজে গোটা শহর প্রকম্পিত হয়। মানুষের লাশ সারা রাস্তায় ছড়িয়ে পড়ে। বাম পন্থীরাজনসাধারণের উদ্দেশ্যে সরকার উত্খাত করার আহ্বান জানায়। পুলিশ শীঘ্রই হাংগামা নিয়ন্ত্রণাধীনে আনে। তারা বিক্ষোভকারীদের প্রতি গুলি ছুঁড়ে। এতে কমপক্ষে ৮৯ জন প্রাণ হারায় ,৬০০ জন আহত হয়। সমাজবাদী গণতন্ত্রী পাটির নেতারা এই উত্তেজনাকর পরিস্থিতির সুযোগে ক্ষমতাসীন সরকারকে পদত্যাগ করার দাবি জানায়।জেনিভার পত্রপত্রিকায় মসকোর বিরুদ্ধে দাংগাকারীদের প্রেরণা দেয়ার নিন্দা করা হয়। একটি সম্পাদকীয় প্রবন্ধে বলা হয় যদি এই হাংগামা বিস্তার করতে থাকে তাহলে জার্মানী অস্ট্রিয়াদখল করে নেবে।
৭ ১৫ জুলাই কেনেডী নতুন সীমান্ত নীতি উত্থাপন করেন
" নতুন সীমান্ত" হল মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রাটিক পাটির প্রেসিডেন্ট কেনেডীর উত্থাপিত নীতিপন্থা। ৫০ এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল মন্থর। দারিদ্র সমস্যা সাংঘাতিক। কৃষ্ণাংগ আন্দোলন ধাপে ধাপে উত্তাল জোয়ারে পরিণত হয়। পশ্চিমইউরোপ আর জাপান অর্থনৈতিক দ্রুত বিকাশের সময়পর্বে প্রবেশ করে এবং সোভিয়েত ইউনিয়ানের বিজ্ঞান ও প্রযুক্তি দ্রুত বেগে বিকশিত হয়। এই পটভূমিতে মার্কিন যুক্তরাষ্ট্র এই নতুন নীতি নিতে বাধ্য হয়।
১৯৬০ সালের ১৫ জুলাই ডেমোক্রাটিক পাটির প্রেসিডেন্ট পদ প্রার্থীর মনোনয়ন গ্রহণের সময় একটি ভাষণে কেনেডী এই নতুন সীমান্ত স্লোগান উত্থাপন করেন।১৯৬১ সালের জানুয়ারী মাসে শপথ গ্রহণের আগে আর পরে কেনেডী নতুন সীমান্ত নীতি প্রণয়ন করতে শুরু করেন। "নতুন সীমান্ত" পরিকল্পনা অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতি এই দুই ক্ষেত্রেবিভক্ত। কিন্তুঅভ্যন্তরেরবাম পন্থী আর রক্ষণশীল শক্তির প্রতিরোধে তাঁর এই পরিকল্পনার বেশীর ভাগ বাস্তবায়িত হয়নি।
১৫ জুলাই ১৯৯৬ ব্রিটেনের যুবরাজ চার্লস ডায়ানাকে তালাক দেন
১৯৯৬ সালের ১৫ জুলাই লন্ডনের সর্বোচ্চ আদালতে একটি বিশেষ তালাক মামলার রায় ঘোষণা করা হয়। সেটা হলো যু্বরাজ চার্লস আর ডায়ানার তালাক মামলা। অন্যান্য আবেদনকারীর মতো যুবরাজ চার্লসও ৮০ পাউন্ড ফি দিয়েছিলেন। তবে সে দিন তারা দু জন আদালতে উপস্থিত ছিলেন না। ডায়ানাকে তালাক দেওয়ার কারণ ব্যাখ্যা করার একটি ফর্মে যুবরাজ ছার্লস বলেন, " আমাদের দু জনের মধ্যে বিশাল মতভেদ বিরাজ করছে। ১৯৯৩ সালের নভেম্বর মাসে ব্রিটেনের প্রধান মন্ত্রীঘোষণা করেছেন যে আমরা দু জন প্রায় তিন বছর ধরে একত্রে বসবাস করি নি। এই ফর্মে চার্লস এবং ডায়ানা যার যার নাম সই করেছেন। সবাই জানেন যে, ভরণপোষণের জন্য ডায়ানাকে এক কোটি ৭০ লক্ষ পাউন্ড দেওয়া হয়। তবে ডায়ানা প্রিন্সেস-এর পদ হারান।
|