মধ্যপ্রাচ্যে সংঘর্ষের বিস্তৃতি আর নাইজেরিয়ার তেলবাহী পাইপ আক্রমণের শিকার হওয়ার প্রভাবে ১৩ জুলাই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে আবারও ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড স্থাপন করেছে ।
একই দিন নিউইয়র্কের পণ্যদ্রব্য লেনদেন কেন্দ্রে আগস্ট মাসে প্রত্যেক ব্যারেল অশোধিত তেলের দাম ৭৬.৭ মার্কিন ডলারে দাঁড়িয়ে ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড স্থাপন করেছে । লন্ডনের আন্তর্জাতিক তেল লেনদেন কেন্দ্রে প্রত্যেক ব্যারেল অশোধিত তেলের দাম ৭৬.৬৯ মার্কিন ডলারে দাঁড়িয়ে ইতিহাসের সর্বোচ্চ নজিরও স্থাপন করেছে ।
আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের বিক্রেতারা ইরানের পরমাণু সমস্যা আর ইসরাইল ও লেবাননের মধ্যে সংঘর্ষের বিস্তৃতিতে যে উদ্বেগ প্রকাশ করছে , তা আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের মূল্যবৃদ্ধির প্রধান কারণ । তা ছাড়া নাইজেরিয়ার তেলবাহী পাইপ আরেকবার আক্রমণের শিকার হওয়ায় এই দেশের আংশিক অশোধিত তেলের উত্পাদন ব্যাহত হওয়ার কারণেও বাজারে উদ্বেগ সঞ্চারিত হয়েছে ।
|