 ইস্রাইলের জঙ্গী বিমানগুলো১৪ জুলাই লেবাননের বহু লক্ষ্য স্থলে অব্যাহতভাবে ব্যাপক গণবিধ্বংসী হামলা চালিয়েছে। এতে কমপক্ষ লেবাননের চারজন নিরীহ নাগরিক নিহত এবং পঞ্চাশ জন আহত হয়েছে।
একইদিন সকালে ইস্রাইলী বাহিনী দক্ষিণ বৈরুতের লেবাননের হিজবুল্লাহ সংগঠনের ঘাঁটিতে তীব্র হামলা চালিয়েছে এবং স্থানীয় একটি বিদ্যুত কারখানা ধ্বংস করেছে। এতে বৈরুতের কিছু এলাকার বিদ্যুত্ বন্ধ হয়ে গেছে।
তাছাড়া ইস্রাইলী বাহিনী একইদিনে বৈরুতের দক্ষিণ ও পূর্ব লেবাননে যাওয়ার পরিবহন পথ এবং যোগাযোগ ব্যবস্থায় অব্যাহতভাবে হামলা চালিয়েছে। এর পাশা পাশি বৈরুতের আন্তর্জাতিক বন্দরে তৃতীয় বারের মত হামলা চালিয়েছে।
একইদিনে ইস্রাইলী বাহিনী হিজবুল্লাহ সংগঠন অবস্থিত পূর্ব লেবানন ও সিরিয়া সীমান্ত এলাকার বেকার ঘাঁটিতেও হামলা চালিয়েছে।
|