রাশিয়ার অর্থমন্ত্রী আলেকসেই কুডরিন ১৩ জুলাই বলেছেন , রাশিয়া ও যুক্তরাষ্ট্র একইদিন মস্কোয় রাশিয়ার বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেওয়ার বিষয় নিয়ে নতুন দফা বৈঠক করেছেন। দুপক্ষ রাশিয়ার আর্থিক ক্ষেত্রের অগ্রগতির লক্ষে একমত হয়েছে।
কুডরিন বলেছেন, রাশিয়া এ আলোচনায় ইতিবাচক মনোভাব পোষণ করে এবং মার্কিন বীমা কম্পানিকে রাশিয়ায় শাখা সংস্থা স্থাপন করতে দিতে রাজি হয়েছে, মার্কিন ব্যাংক রাশিয়ায় তাদের শাখা ব্যাংক সরাসরিভাবে স্থাপন করতে পারে। তিনি আরো বলেছেন, রাশিয়ার ব্যাংক ও বীমা শিল্পে সীমিত বৈদেশিক পুঁজিবিনিয়োগের অধিকার বজায় রাখবে, কিন্তু রাশিয়া পক্ষ এই অধিকার ব্যবহার করবে না।
কুডরিন বলেছেন, রাশিয়া আশা করে যে , দুই দিনব্যাপী যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেওয়া সংক্রান্ত দ্বিপাক্ষিক আলোচনা শেষ করবে। তিনি আরো বলেছেন, আলোচনা শেষে রাশিয়া বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদানের বাকি প্রক্রিয়ার জন্য প্রস্তুতি নেবে, এই প্রক্রিয়া সম্পন্ন করতে আরো কয়েক মাস লাগবে।
|