১৪ জুলাই চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাওশিং বলেছেন, চীন কম্বোডিয়ার সঙ্গে উচ্চপর্যায়ের আদান-প্রদান জোরদার করতে এবং আর্থ-বাণিজ্যিক সহযোগিতাকে গভীর করতে ইচ্ছুক। যাতে দু'দেশের পারস্পরিক উপকারিতামূলক বন্ধুত্বপূর্ণ সহযোগিতার উন্নয়নকে অব্যাহত ও ত্বরান্বিত করা যায়।
একইদিন পেইচিংয়ে লি চাওশিং কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী এবং কূটনৈতিক ও আন্তর্জাতিক সহযোগিতামন্ত্রী হোর নামহোং'র সঙ্গে এক বৈঠক করেছেন। দু'পক্ষ দু'দেশের সম্পর্ক আর অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মত বিনিময় করেছে ।
লি চাওশিং বলেছেন, বর্তমানে দু'দেশের সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রের আদান-প্রদান ও সহযোগিতা অব্যাহতভাবে সম্প্রসারিত হচ্ছে । দু'পক্ষের মধ্যে সার্বিক সহযোগিতামূলক অংশীদারী সম্পর্ক স্থাপন করা দু'দেশের সম্পর্কের একটি নতুন পর্যায়ে প্রবেশ করার প্রতীক ।
হোর নামহোং বলেছেন, কম্বোডিয়া ও চীনের সম্পর্ক ভালো । ক্যাম্বচিয়া চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সহযোগিতাকে আরো ত্বরান্বিত করতে ইচ্ছুক । তিনি কম্বোডিয়ার অব্যাহতভাবে একচীন নীতি মেনে চলার কথা ও আরেকবার ঘোষণা করেছেন ।
|