চীনের অর্থমন্ত্রণালয় ১৩ জুলাই প্রকাশিত এক খবরে জানা গেছে, ২০০৬ অর্থ বছর অর্থাত্ ২০০৫ সালের ১ জুলাই থেকে ২০০৬ সালের ৩০ জুন পর্যন্ত বিশ্ব ব্যাংক চীনকে ১৪৫.৫ কোটি মার্কিন ডলার ঋণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
বিশ্ব ব্যাংক চীনের জন্য ঋণ দিয়ে সমর্থন পরিকল্পনার অন্তর্ভুক্তঃ কৃষি, শহর নির্মাণ, পরিবহন, শক্তিসম্পদ এবং প্রযুক্তি ক্ষেত্রে সাহায্য ইত্যাদি। এর মধ্যে শহর নির্মাণ প্রকল্পে যে ঋণ দেয়া হবে, তা বিশ্ব ব্যাংকের দেয়া মোট ঋণের ৪৫ শতাংশ এবং কৃষি প্রকল্প প্রায় ২৭ শতাংশ ।
|