১৩ জুলাই ১৯০৮ চতুর্থ ওলিম্পিক গেমস লন্ডণে শুরু
১৯০৮ সালের ১৩ জুলাই ব্রিটেনের লন্ডণে চতুর্থ ওলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। কিন্তু আসলে প্রতিযোগিতা ২৭ এপ্রিল থেকে শুরু হয় এবং ৩১ অকটোবার সমাপ্ত হয়। চতুর্থ ওলিম্পিক গেমসে মোট ২৪টি দফা অন্তভূর্ক্ত হয়। ২২টি দেশের ২০৩৪ জন ক্রীড়াবিদ সেবারকার ওলিম্পিক গেমসে অংশ নেন। ব্রিটেন ৫৬টি স্বর্ণপদক অর্জন করে প্রথম হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ২৩টি স্বর্ণপদক অর্জন করে দ্বিতীয় হয়।
১৩ জুলাই ১৯৪৭ যুক্তরাষ্ট্রে প্রথম কিস্তির ডাইনোসরের জীবাশ্ম আবিস্কৃত হয়
১৯৪৭ সালের ১৩ জুলাই নিউইয়র্কথেকে আসা যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক ইতিহাস যাদুঘরের এক দল লোক ২০ কোটি বছর আগে আমেরিকায় অস্তিত্বমানডাইনোসরের দেহের ধ্বংসাবশেষ আবিস্কার করেন।
১৩ জুলাই ১৯৩০ প্রথম মেয়াদের বিশ্ব কার্প ফুটবল প্রতিযোগিতা শুরু
প্রথম বিশ্ব কার্প ফুটবল উরুগুয়েতে শুরু হয়। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের বিশ্ব কার্প ফুটবল প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত অধিকাংশ দেশগুলোর সাড়া পায় । অধিকাংশ দেশগুলোর জনগণ এই সিদ্ধান্তকে স্বাগত জানায়। সুতরাং এটা প্রথম মেয়াদের ফুটবল আয়োজনের জন্য অনুকূল শর্ত সৃষ্টি করে। কঠোর তর্কবির্তকের পর অবশেষে উরুগুয়েকে প্রথম মেয়াদের ফুটবল আয়োজক দেশ নির্ধারন করা হয়।
১৩ জুলাই ১৯৮১ ক্যাম্পুচিয়া সমস্যা সংক্রান্ত জাতি সংঘের আন্তজার্তিক সম্মেলন শুরু
১৯৮১ সালের ১৩ থেকে ১৭ জুলাই পর্যন্ত জাতি সংঘের সদর দফতরে ক্যাম্পুচিয়া সমস্যা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এটা ছিল ক্যাম্পুচিয়া সমস্যার সার্বিক রাজনৈতিক সমাধানের জন্য জাতি সংঘের পরিচালিত একটি গুরুত্বপূর্ণ সম্মেলন। ৯৩টি দেশ সেবারকার সম্মেলনে অংশ নেয়।
সেবারকার সম্মেলনে"ক্যাম্পুচিয়া সমস্যা সংক্রান্ত ঘোষণাপত্র" গৃহীত হয়। ঘোষণাপত্রে জোর দিয়ে বলা হয়েছে যে বিদেশের সৈন্যবাহিনীকে ক্যাম্পুচিয়া থেকে পুরোপুরিভাবে সরে যেতে হবে, বিশ্ব সমাজকে ক্যাম্পুচিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব আর ভূভাগীয় অখন্ডতার প্রতি সম্মান দিতে হবে এবং তার নিরপেক্ষ অবস্থানের প্রতি সম্মান দিতে হবে। ঘোষণাপত্রে আরও বলা হয়েছে , অন্যান্য দেশকে কোনো পদ্ধতিতে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ক্যাম্পুচিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার অংগীকার দিতে হবে।
|