|
|
(GMT+08:00)
2006-07-13 21:08:19
|
কাস্পিয়ান আর ভূমধ্য সাগরের সঙ্গে সংযুক্ত তেল পাইপ লাইন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে
cri
কাস্পিয়ান আর ভূমধ্য সাগরের সঙ্গে সংযুক্ত আজারবাইজানের বাখু আর গ্রোচিয়ার ডিবিলিসি থেকে তুরস্কের ছেইহান পযর্ন্ততেল পাইপ লাইন ১৩ জুলাই আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। আজারবাইজান, গ্রোচিয়া এবং তুরস্কের প্রেসিডেন্ট সহ ত্রিশটিরও বেশী দেশ আর অঞ্চলের নেতৃবৃন্দ ১৩ জুলাই তুরস্কের ছেইহান বন্দরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই তেল পাইপ লাইন আজারবাইজান , গ্রোচিয়া এবং তুরস্কের মধ্যেবসানো হয়েছে। পাইপ লাইনের মোট দৈর্ঘ্য ১৭০০ কিলোমিটারেরও বেশী। তেল সরবরাহের বার্ষিক পরিমাণ ৫ কোটি টনে পৌঁছুবে। এই লাইনের মাধ্যমে আবার তুরস্কের ছেইহান বন্দর থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় তেল সরবরাহ করা হবে।
|
|
|