চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ১৩ জুলাই পেইচিংয়ে সফররত ই ইউ সংসদের স্পিকার জোসেফ বোরেল ফন্টলেসের সঙ্গে সাক্ষাতের সময় এই মত প্রকাশ করেছেন যে , চীন ও ই ইউ সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে দু'পক্ষের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরো গভীরে নিয়ে যাবে বলে তিনি আশা করেন ।
হু চিন থাও বলেছেন , চীন ও ই ইউ'র মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হবার পরবর্তী ৩১ বছরে দ্বিপাক্ষিক সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে । ই ইউ যে এক চীন নীতিতে অবিচল থেকে আর দু'পক্ষের সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দেয় , চীন তার প্রশংসা করেছে । চীনের কূটনৈতিক কাজকর্মে ই ইউ'র সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি অপরিহার্য অবস্থান আছে । উভয় পক্ষ সংলাপ ও আদান প্রদানের মাধ্যমে উপলব্ধি ও পারস্পরিক আস্থা বাড়াবে , সুষ্ঠুভাবে দু'পক্ষের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট সমস্যার নিষ্পত্তি করবে , কৌশলগত সহযোগিতা সম্প্রসারিত ও গভীর করবে এবং সম্মিলিতভাবে দু'পক্ষের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরো গভীরে নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন ।
|