 ভারতের প্রধান মন্ত্রী মনমোহন সিং ১২ জুলাই রাতে মুম্বাই বিস্ফোরণ নিয়ে সমগ্র জাতির উদ্দেশ্যে একটি টেলিভিশন বক্তৃতায় এই মত প্রকাশ করেছেন যে , ভারত সন্ত্রাস দমনে জয় লাভ করবে । ভারত কারো সামনে নতি স্বীকার করবে না । তিনি বলেছেন ,
যারা আমাদের শান্তি ও সমৃদ্ধি নষ্ট করার আপচেষ্টা চালিয়েছে , তারা স্পষ্ট জানে না যে , আমরা ভারতীয়রা ঐক্যবদ্ধ হতে পারি এবং আমরা ঐক্যবদ্ধ হবো । তাদের সব অপচেষ্টা ব্যর্থ হতে বাধ্য ।
তিনি জোর দিয়ে বলেছেন , ভারত সরকার যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে বর্তমানের চ্যালেঞ্জ মোকাবিলা করবে ।
তিনি এই মত প্রকাশ করেছেন যে , মুম্বাই-এ স্বাভাবিক জীবনযাপনের পুনরুদ্ধারে সন্ত্রাসের প্রতি ভারতীয়দের উদাসীনতা প্রতিফলিত হয়েছে । তিনি ভারতীয় জনণের উদ্দেশ্যে সতর্কতা অবলম্বন করারও আহবান জানিয়েছে ।
|