সম্প্রতি জাপানের সরকার ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির মধ্যে জাপানের সংবিধান গুরুতরভাবে লঙ্ঘন করে তথাকথিত শত্রু পক্ষের ওপর আঘাত হানার যে বক্তব্য প্রচার করা হয়েছে , ১২ জুলাই ওসাকায় ভাষণ দানের সময় জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাবেক উপপ্রধান ইয়ামাজাকি তাকু তারা সমালোচনা করেছেন ।
সম্প্রতি উত্তর কোরিয়ার পরীক্ষামূলক ক্ষেপনাস্ত্র উত্ক্ষেপণের পর জাপান সরকার আর লিবারেল ডেমোক্রেটিক পার্টি জাপান শত্রু পক্ষের ঘাঁটির ওপর আঘাত হানতে সক্ষম হতে হবে এমন বক্তব্য অব্যাহতভাবে প্রচার করা হয়েছে । তিনি বলেছেন , এই বক্তব্য জাপানের আত্মরক্ষামূলক ব্যবস্থার পরিপন্থী । তা গুরুতরভাবে সংবিধান লঙ্ঘন করেছে ।
জাপানের পররাষ্ট্র মন্ত্রী আসো তারো আর প্রতিরক্ষা বিভাগের প্রধান নুকাগা ফুকুশিরোর সংশ্লিষ্ট বক্তব্য প্রসঙ্গে তিনি আরো বলেছেন , সরকারের কর্মকর্তা হিসেবে এই ধরনের বক্তব্য প্রকাশের সময় সংযম অবলম্বন করতে হবে ।
|