২০০৫ সালে চীনে প্রায় ৪৫ হাজার জন কমিউনিস্ট পার্টির সদস্য বহিষ্কৃত হয়েছেন ।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক বিভাগের উপ-মহাপরিচালক ঔ ইয়াং সুং ১৩ জুলাই পেইচিংয়ে একটি তথ্য-জ্ঞাপন-সভায় বলেছেন , পার্টির সদস্যদের ব্যবস্থাপনার ক্ষেত্রে পার্টির বিভিন্ন স্তরের সংগঠন কড়াকড়িভাবে সংশ্লিষ্ট সাংগঠনিক কর্মসূচী কার্যকরী করেছে । গত দেড় বছরে চীনে পার্টির সদস্যদের যোগ্যতা বাড়াবার জন্য একটি রাজনৈতিক অভিযান চালানো হয়েছে । পার্টির যে সব অযোগ্য পার্টির সদস্য পার্টির পরামর্শ ও শৃঙ্খলা মানেন না এবং নিজের ভুলত্রুটি সংশোধন করতে অস্বীকার করেন , পার্টির সনদ অনুযায়ী পার্টি থেকে তাদেরকে বহিষ্কৃত করা হয়েছে ।
চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক বিভাগ সূত্রে জানা গেছে , চীনে পার্টির সদস্য সংখ্যা ৭ কোটি ৮ লক্ষে দাঁড়িয়েছে এবং বছরে নতুন পার্টির সদস্য সংখ্যা ২০ লক্ষেরও বেশি হয়েছে ।
|