১৩ জুলাই চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইউ পেইচিংয়ে বলেছেন, বর্তমানের পরিস্থিতিতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণের ব্যাপারে নিরাপত্তা পরিষদের যুক্তিযুক্ত প্রতিক্রিয়াকে চীন সমর্থন করে । যাতে উত্তেজনাময় পরিস্থিতির আরো অবনতি এড়ানো যায় এবং বিভিন্ন পক্ষের কূটনৈতিক প্রচেষ্টার জন্য শর্ত সৃষ্টি করা যায় ।
একইদিন অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে চিয়াং ইউ বলেছেন, চীন বরাবরই মনে করে , নিরাপত্তা পরিষদের আচরণে উত্তরপূর্ব এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা সহায়ক হওয়া উচিত । এবং কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকের প্রক্রিয়া সুরক্ষা করা আর নিরাপত্তা পরিষদের ঐক্য নিশ্চিত করা উচিত । জাপান উত্থাপিত প্রস্তাবের খসড়া লক্ষ্য বাস্তবায়নে কোন সাহায্য করতে পারবে না । এ জন্যে চীন তা বিরোধীতা করে । চীন আশা করে বিভিন্ন পক্ষ সক্রিয় প্রচেষ্টা চালাবে ,কিন্তু অসঙ্গতি ত্বরান্বিত করা এবং পরিস্থিতিকে আরো জটিল করা উচিত নয় ।
|