১২ জুলাই ভারতের মুম্বাই রেলপথ বিভাগের কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, ১১ জুলাই ধারাবাহিক বোমা বিস্ফোরণের পর মুম্বাই রেল স্টেশনের স্বাভাবিক শৃঙ্খলা পুনরুদ্ধার করা হয়েছে । মুম্বাই'র পশ্চিম দিকের রেলপথ পুনরায় চালু হয়েছে ।
এ কর্মকর্তা বলেছেন, বিস্ফোরণ ঘটার পর মুম্বাই রেলপথের নিরাপদ ব্যবস্থা জোরদার করা হয়েছে । কর্মীরা রেলস্টেশনে নির্দিষ্টভাবে যাত্রীরমালপত্র পরীক্ষা করছে । যাতে সন্ত্রাসীদের হামলা প্রতিরোধ করা যায় ।
বর্তমানে আহতদের চিকিত্সাকাজ সুষ্ঠুভাবে চলছে । অধিকাংশ আহত চিকিত্সার মাধ্যমে ভালো হয়েছে ।
১১ জুলাই সন্ধ্যায় মুম্বাই'র পশ্চিম রেলপথে পরপর ৭টি বোমা বিস্ফোরণ ঘটে । ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় ১২ জুলাই বলেছে , ধারাবাহিক বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৮৩জন নিহত এবং ৭১৪জন আহত হয়েছে ।
|