চীনের হোনানের ইনসু বিশ্বের উত্রাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তির তালিকাভুক্ত প্রবেশ করা হয়েছে
cri
১৩ জুলাই লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিউসে অনুষ্ঠিত ৩০তম বিশ্বের উত্রাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তি সম্মেলনে সিদ্ধান্ত নিয়েছে যে, চীনের হোনান প্রদেশের শাং রাজবংশের রাজধানী ইনসু শহরের ধ্বংসাবশেষ ইউনেস্কোর বিশ্বের উত্রাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তির তালিকাভুক্ত করা হয়েছে।
|
|