চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান মাদাম কু সিউ লিয়েং ১৩ জুলাই পেইচিংয়ে বলেছেন, চীন কোরিয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য অব্যাহতভাবে গঠনমূলক ভূমিকা পালন করবে।
তিনি দক্ষিণ কোরিয়ার কংগ্রেসের ভাইস স্পীকার লি ইং হির সঙ্গে সাক্ষাত্কালে এই কথা বলেছেন।
তিনি বলেছেন, কোরিয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতাসুরক্ষা করা হচ্ছে চীন উপদ্বীপের ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেয়ার মৌলিক নীতি। চীন সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সহযোগিতা বরাবরই জোরদার করবে।
তিনি আরো বলেছেন, চীন দক্ষিণ কোরিয়ার পার্টি ও সংসদের সম্পর্ককে গুরুত্ব দেয়। চীন বর্তমানের ভিত্তিতে আদানপ্রদান ও সহযোগিতা আরো জোরদার করতে ইচ্ছুক, যাতে দু'দেশের সার্বিক সহযোগিতামূলক সম্পর্ককে অব্যাহতভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়।
|