v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-07-13 13:36:16    
চীনে ক্যামেলিয়া ফুল ফোটে কি?

cri
    চীনে ক্যামেলিয়া ফুল ফোটে কি?

প্রশ্নকর্তাঃবাংলাদেশের গোপালগঞ্জ জেলার ঘোরাদাইড়ের লিপন স্মৃতি রেডিও লিসনার্স ক্লাবের বি এম শরিফুল

উঃ জ্বী হাঁ আছে। ক্যামেলিয়া ফুল উত্পত্তি হচ্ছে চীন। ক্যামেলিয়া ফুল বাগানের সবুজীকরণ, দৃশ্য এলাকা এবং ছোট বাগানে ব্যবহৃত হয়।

চীনে টেলিফোন গ্রাহকের সংখ্যা কত? চীনে মোবাইল ফোন ব্যবহার কারীর সংখ্যা কত?

প্রশ্নকর্তাঃবাংলাদেশের ঝিনাইদহ জেলার সোনার বাংলা রেডিও ক্লাবের পরিচালক এ এইচ এম গোলাম রসুল এবং ঝিনাইদহ জেলার ভ্রাতৃত্ব রেডিও লেসেনার্স ক্লাবের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন রিজু

উঃ চীনের তথ্য শিল্প মন্ত্রণালয়ের ২০০৬ সালের মার্চ মাসের টেলিযোগাযোগ খাতের মাসিক পরিসংখ্যান অনুযায়ী, চীনে মোট ৩৫ কোটি ৮৭ লক্ষ ৬৮ হাজার টেলিফোন গ্রাহক এবং ৪০ কোটি ৯৬ লক্ষ ৯৩ হাজার মোবাইল ফোন ব্যবহার কারী আছে।

    চীনের সবচেয়ে বড় ওষুধ উত্পাদন প্রতিষ্ঠানের নাম কি?

প্রশ্নকর্তাঃবাংলাদেশের গাজীপুর জেলার বড়নল গ্রামের মোঃ শহীদুল কায়সার লিমন

উঃ ২০০২ সালের ৬ জুলাই বিশ্ববিখ্যাত ওষুধ উত্পাদনকারী পেইচিংয়ে তার চীনে পুঁজি বিনিয়োজিত লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠা করেন। ফলে আনুষ্ঠানিকভাবে চীনের সবচেয়ে বড় ওষুধ উত্পাদন শিল্পপ্রতিষ্ঠানের জন্ম ঘোষণা করা হয়েছে। গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন(চীন) পুঁজি বিনিয়োগ লিমিটেড কোম্পানির নিবন্ধিত সম্পদ মোট ২৭ কোটি ৮০ লক্ষ মার্কিন ডলার। চীনে মোট ৭টি উত্পাদন ঘাঁটি, ৬৮টি অফিস ও ৫টি যৌথ-মালিকানার কোম্পানি আছে। বর্তমানে কোম্পানিতে দু'হাজারাধিক কর্মচারী আছেন।

    চীনে মোট কতটি ধর্ম প্রচলিত? তার মধ্যে কোন ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বেশী?

প্রশ্নকর্তাঃবাংলাদেশের রাজশাহী জেলার ডি এম নূরুল হালীম

উঃ চীনে বৌদ্ধ ধর্ম, তাও ধর্ম, ইসলাম ধর্ম, ক্যাথলিক ধর্ম এবং খৃষ্টান ধর্ম প্রচলিত আছে।

তিব্বতী বৌদ্ধধর্ম চীনের বৌদ্ধ ধর্মের একটি শাখা। তা প্রধানতঃতিব্বত স্বায়ত্ত শাসিত অঞ্চল, মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল, ছিংহাই প্রদেশ প্রভৃতি অঞ্চলে প্রচলিত । তিব্বতী জাতি, মঙ্গোলিয় জাতি, ইউকুও জাতি , মেনবা জাতি, লোবা জাতি আর থু জাতির লোকেরা তিব্বতী বৌদ্ধধর্ম বিশ্বাস করেন। তাদের লোকসংখ্যা প্রায় ৭০ লক্ষ। পারিভাষা ব্যবস্থার বৌদ্ধধর্ম প্রধানতঃ দক্ষিণ পঞ্চিম চীনের ইউনান প্রদেশের সিসুয়াংপেননান তাই জাতির স্বায়ত্ত শাসিত অঞ্চল, তেন হোং তাই জাতি ও চিংপো জাতির স্বায়ত্ত শাসিত অঞ্চল আর সি মাও প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে। তাই জাতি, পু লাং জাতি, আ ছাং জাতি আর ওয়া জাতির বেশীর ভাগ লোকেরা পালি ভাষা ব্যবস্থার বৌদ্ধধর্ম বিশ্বাস করেন। এই ধর্মাবলম্বীদের সংখ্যা ১০ লক্ষেরও বেশী।

চীনে তাও ধর্ম মন্দিরের সংখ্যা দেড় হাজার। এইসব মন্দিরে নরনারী ধর্ম-প্রচারকের সংখ্যা ২৫ হাজার।

চীনের হুই, উইগুর , তাতার, কিরগিজ, কাজাক, উজবেক, তুংসিয়াং, সালা, বোআন প্রভৃতি সংখ্যালঘুজাতির ১ কোটি ৮০ লক্ষ মানুষের মধ্যে অধিকাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাস করেন।

বর্তমানে চীনে ক্যাথলিক ধর্মাবলম্বীদের সংখ্যা ৫০ লক্ষ আর খ্রীষ্টান ধর্মাবলম্বীর সংখ্যা ১ কোটি ।

তাই বলা যায়, চীনে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যাসবচেয়ে বেশী।

    চীনের ইয়াংসি নদীর দৈর্ঘ্য কত?

প্রশ্নকর্তাঃবাংলাদেশের নাটোর জেলার আলাদী গ্রামের উত্তরণ সি আর আই লিসনার্স ক্লাবের মোঃ মশিউর রহমান

উঃ ইয়াংসি নদী অর্থাত্ ছাংচিয়াং নদী চীনের দীর্ঘতম নদী , এর মোট দৈর্ঘ্য ৬৩০০ কিলোমিটার । আফ্রিকার নীল নদী আর দক্ষিণ আমেরিকার আমাজান নদীর পর ছাংচিয়াং নদী বিশ্বে তৃতীয় বৃহত্তম নদী । উচু পাহাড় আর গভীর গিরিখাদের মধ্য দিয়ে প্রবাহিত ছাংচিয়াং নদীর অববাহিকা পানি সম্পদে সমৃদ্ধ ।এর মধ্য আর নিম্ন অববাহিকার আবহাওয়া উষ্ণ ও আদ্র , সেখানে প্রচুর বৃষ্টি হয় , মাটি উবর বলে অঞ্চলটি চীনের একটি কৃষি- শিল্প উন্নত অঞ্চল ।