লেবাননের প্রেসিডেন্ট ইমাইল লাহুদ ১২ জুলাই সন্ধ্যায় রাজধানী বৈরুতে বলেন, ইসরাইলের হুমকি লেবাননের জনগণকে ভীত সন্ত্রস্ত করতে পারবে না, বরং তাদের সংহতি আরও জোরদার করবে।
তিনি বলেন, একই দিন ইসরাইল দক্ষিণ লেবাননের গ্রাম, পথ, সেতু ইত্যাদির ওপর হামলা করেছে। এটা হচ্ছে লেবাননের সার্বভৌমত্ব ও ভূখন্ডের অখন্ডতার লঙ্ঘন। এই ধরনের নীতি শুধু ব্যাপারের জটিলতা বাড়িয়ে দেবে এবং এই অঞ্চলের স্থিতিশীলতার ক্ষতি করবে। ইসরাইলের তা জানা উচিত।
তিনি বলেন, লেবাননের জনগণ নিজের অবস্থানে অবিচল থাকবে এবং অব্যাহতভাবে ইসরাইলের হামলা প্রতিরোধ করবে।
|