হংকং , ম্যাকাও ও তাইওয়ানসহ চীনের বর্তমান যুগের শতাধিক অল্পবয়সী শিল্পীদের শিল্পকলা কর্ম সংক্রান্ত একটি প্রদর্শনী ১২ জুলাই পেইচিংয়ে শুরু হয়েছে ।
এই প্রদর্শনীতে শতাধিক হস্তলিপি , তৈলচিত্র, ভাস্কর্য ইত্যাদি শিল্পকলা দেখানো হচ্ছে । এতে পেইচিং অলিম্পিক গেম্স স্বাগত জানানো এবং চীনের ইতিহাস, সমাজ ও আচার ব্যবহার বিষয়ক বিষয়বস্তু তুলে ধরা হয়েছে । এই প্রদর্শনী ২০০৮ সালে পেইচিং অলিম্পিক গেমসের সংস্কৃতি উত্সবের অন্যতম বিষয়বস্তু হিসেবে অনুষ্ঠিত হচ্ছে ।
|