জাপানের কর্মকর্তারা উত্তর কোরিয়ার ওপর আগে থেকে আক্রমণ চালাবার হুকমী দেযার যে বক্তব্য প্রকাশ করেছেন , ১২ জুলাই দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন ও বিরোধী দলের নেতৃবৃন্দ তা নিন্দা করেছেন ।
ক্ষমতাসীন পার্টি- ইউরি পার্টির সংসদের স্পিকার কিম কেউন তায়েই জাপান কর্মকর্তাদের এই সব বক্তব্যের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন । তিনি বলেছেন , উত্তর কোরিয়াকে ওপর শাস্তি দেয়ার খসড়া প্রস্তাব অনুমোদন করার জন্য জাতি সংঘ নিরাপত্তা পরিষদকে জাপান সরকার যে উদ্বুদ্ধ করছে , তাতে পূর্ব এশিয়া আর কোরিয়া উপদ্বীপের পরিস্থিতি আরও উত্তেজনাময় হয়ে উঠবে ।
|