মার্কিন প্রতিরক্ষামন্ত্রী দোনাল্ড রামস্ফেল্ড ১২ জুলাই বাগদাদে পৌঁছে ইরাক সফর শুরু করেছেন।
একই দিন ইরাকের রাজধানী উত্তরবাগদাদে অবস্থিত মার্কিনবাহিনীর একটি বিমানবন্দরে রামস্ফেল্ড মার্কিনবাহিনীর সর্বোচ্চ কমান্ডার জর্জ ক্যাসির সঙ্গে সাক্ষাত করেছেন । খবরে জানা গেছে , বিশেষ বিমানে সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাত্কারে রামস্ফেল্ড উল্লেখ করেছেন , বর্তমান ইরাকের নিরাপত্তা পরিস্থিতি বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে , যাতে ইরাক সরকার আরও ব্যাপক রাজনৈতিক সমর্থন পায় তার জন্যে বিভিন্ন পক্ষকে ইরাকের সুন্নি ও সিয়া সম্প্রদায়ের মধ্যে সমঝোতা ত্বরান্বিতকরার প্রচেষ্টা চালাতে হবে ।
একইদিন রামস্ফেল্ড ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সঙ্গে বৈঠকও করবেন । বৈঠকে তারা ইরাকের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন ।
|