পশ্চিম ভারতের মুম্বাই শহরে একটানা বিস্ফোরণে ১১ জুলাই নিউইয়র্কের বাজারে সোনাসহ মূল্যবান ধাতুর দাম বেড়েছে ।
একই দিন নিউইয়র্কের পণ্যদ্রব্য লেনদেন কেন্দ্রে প্রত্যেক আউন্সের সোনার দাম ১৭.১ মার্কিন ডলার বৃদ্ধি পেয়েছে ।
তা ছাড়া অনুমান করা হচ্ছে যে , সেপ্টেম্বর মাসে প্রত্যেক আউন্সের রুপার দাম ৪৪ মার্কিন সেন্ট্ আর অক্টোবর মাসে প্রত্যেক আউন্সের প্ল্যাটিনামের দাম ২৩.৩ মার্কিন ডলার বাড়বে ।
খবরে প্রকাশ , স্থানীয় সময় ১১ জুলাই সন্ধ্যায় মুম্বাই শহরের সাবওয়েতে একটানা বিস্ফোরণে বহু লোক হতাহত হয়েছে ।
বিশ্লেষকরা মনে করেন যে , একই দিন নিউইয়র্কের বাজারে সোনা প্রভৃতি মূল্যবান ধাতুর মূল্যবৃদ্ধির মূলে রয়েছে ভারতের একটানা বিস্ফোরণ । তা ছাড়া নিউইয়র্কের বাজারে অশোধিত তেলের মূল্যবৃদ্ধি আর ইউরোর তুলনায় মার্কিন ডলারের বিনিময় হার হ্রাসের দরুণও সোনা প্রভৃতি মূল্যবান ধাতুর দাম বেড়েছে ।
|