চীনের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী ছুই থিয়ান খাই ১২ জুলাই পেইচিংয়ে বলেছেন , কোরিয়া উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠক যথাশীঘ্র আবার শুরু হবে বলে চীন আশা করে । কিন্তু এই বিষয়ে শুধু চীনের ওপর নির্ভর করা যাবে না , বরং এজন্য চীনসহ বিভিন্ন সংশ্লিষ্ট পক্ষের সম্মিলিত প্রচেষ্টা চালানো উচিত ।
তিনি বলেছেন , চীন বরাবরই বিভিন্ন পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে , যাতে ছ'পক্ষীয় বৈঠকের পুনরুদ্ধার ত্বরান্বিত করা যায় । এর আগে এই ক্ষেত্রে যে ঐক্যমত হয়েছে , সে সম্বন্ধে আরো আলোচনা করতে বিভিন্ন পক্ষের সঙ্গে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাবে বলেও চীন আশা প্রকাশ করেছে ।
তিনি আরো বলেছেন , চীন কোরিয়া উপদ্বীপের বর্তমান পরিস্থিতির ওপর ব্যাপক মনোযোগ দিচ্ছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্যের সঙ্গে আলাপ-আলোচনা করছে । চীন নিরাপত্তা পরিষদের উপযুক্ত ব্যবস্থা নেয়ার অপেক্ষায় রয়েছে ।
|