চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাং গুও ১২ জুলাই পেইচিংএ বলেছেন, চীন আর উত্তর কোরিয়ার মধ্যে ঐতিহ্যিক মৈত্রী অব্যাহতভাবে রক্ষা করা উচিত এবং পারস্পরিক সহযোগিতাকে জোরদার করা উচিত।
চীন সফররত উত্তর কোরিয়ার সর্বোচ্চ গণ সম্মেলনের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান ইয়াং হিওন সোপের সঙ্গে সাক্ষাত করার সময় উ পাং গুও এ কথা বলেছেন। তিনি বলেছেন, চীন-কোরিয়া মৈত্রী যেমন দু'দেশের জনগণের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ তেমনি এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হিতকর। দু'দেশের সম্পর্ক আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে দু'পক্ষের যোগাযোগ আর সমন্বয় জোরদার করা উচিত। যাতে বিশ্বসহএই অঞ্চলের শান্তি আর উন্নয়নের জন্যে অবদান রাখা হয়। ইয়াং হিওন সোপ বলেছেন, উত্তর কোরিয়া দু'দেশের মৈত্রীকে অত্যন্ত গুরুত্ব দেয়। উত্তর কোরিয়া দু'দেশের শীর্ষ নেতাদের ঐক্য মত অনুযায়ী সক্রিয়ভাবে দু'দেশের সৌহার্দ্যপূর্ণ সহযোগিতামূলক সর্ম্পক বিকশিত করতে এবং কোরীয় উপ-দ্বীপ আর উত্তর-পূর্ব এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে ইচ্ছুক।
|