|
 |
(GMT+08:00)
2006-07-12 18:49:37
|
জাপানের বিরোধী দলের কঠোর সমালোচনা
cri
শত্রুদের ঘাঁটিগুলোর উপর জাপানের আঘাত হানার ক্ষমতা থাকা উচিত --- ১১ জুলাই জাপান সরকারের উচ্চ পদস্থ কমর্কতারা এবং ক্ষমতাসীন লিব্যারেল ডেমক্র্যাটিক পাটি যে মন্তব্য করেছে তার বিরুদ্ধে জাপানের সোশ্যাল ডেমেক্র্যাটিক পাটি সহ অন্যান্য বিরোধী দল সমালোচনা করেছে। জাপানের সোশল ডেমক্র্যাটিক পাটির প্রধান ফুকুসিমা মিজুহো ১১ জুলাই সাংবাদিকদের বলেছেন, সরকারের কর্মকর্তাদের মধ্যে শত্রুদের ঘাঁটির উপর প্রথমে আঘাত হানার যে মন্তব্য উচ্চারণ করা হয়েছে তিনি তাতে অবাক হয়ে গেছেন। এ ধরনের মন্তব্য কেবল উত্তর-পূর্ব এশিয়ার পরিস্থিতিকে আরও উত্তেজনাময়করে তুলবে। জাপানের কমিউনিষ্ট পাটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইছিডা টাডায়োসি বলেছেন, উত্তর কোরিয়ার পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার অজুহাতে জাপানের সামরিক ক্ষমতা বাড়ানোর ধারণা অত্যন্ত বিপদজনক। কেননা, এটা সম্ভাবতএই অঞ্চলের সামরিক প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি করতে পারে।
|
|
|