দক্ষিণ কোরিয়ার বুশানে অনুষ্ঠিত ১৯তম দক্ষিণ ও উত্তর কোরিয়ার মন্ত্রী পর্যায়ের বৈঠক ১২ জুলাই শুরু হয়েছে। অংশগ্রহণকারী দু'পক্ষ অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন।
দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের নেতা ,ঐক্য বিষয়ক মন্ত্রী লি জোং সিওক সম্মেলনে এক ভাষণে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার বিষয়ে দুঃখ পেয়েছেন বলে মত প্রকাশ করেছেন। তিনি আন্তর্জাতিক সমাজকে এই কাজের জন্য তার উদ্বেগের কথাও প্রকাশ করেছেন। তিনি উত্তর কোরিয়াকে যথাশীঘ্র ছ'পক্ষীয় বৈঠকে আবার ফিরে আসার তাগিদ দিয়েছেন।
উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের নেতা কোন হো উং জোর দিয়ে বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ তাদের একটি ন্যায্য অধিকার। তিনি দু'দেশের মধ্যে জাতীয় সমঝোতা ও সহযোগিতাকে আরো জোরদার করার প্রস্তাব দিয়েছেন।
|